চতুর্থ টেস্টেও খেলবেন পার্থিব প্যাটেল

চতুর্থ টেস্টেও খেলবেন পার্থিব প্যাটেল নিয়মিত উইকেটরক্ষক হৃদ্ধিমান সাহার কল্যানেই সুযোগ পেয়েছেন পার্থিব। সাহা দ্বিতীয় টেস্টে বাম উরুতে চোট পেয়েছিলেন। খেলতে পারেননি তৃতীয় টেস্টে। তাকে বিশ্রামে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

দীর্ঘ ৮ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছিলেন পার্থিব প্যাটেল। দীর্ঘ অপেক্ষার পর তৃতীয় টেস্টেই সাদা পোশাকে মাঠে নামেন টেস্টে সর্ব কনিষ্ঠ উইকেটরক্ষক হিসেবে নাম লেখানো এই ক্রিকেটার। তৃতীয় টেস্টে কিপিং গ্লাভসও পরেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। আর এই টেস্টে ফেরাটা দুর্দান্ত হওয়ায় চতুর্থ টেস্টেও তাকে ফের রেখে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিয়মিত উইকেটরক্ষক হৃদ্ধিমান সাহার কল্যানেই সুযোগ পেয়েছেন পার্থিব। ইনজুরিতে বাদ পড়ে যাওয়ায় তৃতীয় টেস্টে খেলা হয়নি তার। এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এছাড়া পেসার ইশান্ত শর্মার বিয়ে উপলক্ষে তাকেও ছেড়ে দিচ্ছে বোর্ড।

দীর্ঘ ৮ বছর পর ফেরা পার্থিব মোহালিতে তৃতীয় টেস্টেই ওপেনিংয়ে ব্যাট করেছিলেন। কেএল রাহুলের ইনজুরির কারণে বাধ্য হয়েই তাকে ওপেন করতে হয়। আর নেমেই দুর্দান্ত এক ইনিংস খেলেন। প্রথম ইনিংসে ৪২ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৭ রান করেন প্যাটেল। তার ব্যাটে ভর করেই ইংলিশদের বিপক্ষে ১০৩ রান তাড়া করে ভারত।  ক্রিকইনফো।

/এফআইআর/