দু প্লেসিসের আপিলের শুনানি ১৯ ডিসেম্বর

দু প্লেসিসবল টেম্পারিংয়ের রায় মেনে নিতে পারেননি দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক। তাই আইসিসির রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি।


বল টেম্পারিংয়ে দোষী সাব্যস্ত হওয়ার রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন ফাফ দু প্লেসিস। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়কের ওই আপিলের শুনানি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই শুনানির জুডিশিয়াল কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মাইকেল বেলফ।

গত ২২ নভেম্বর আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বল টেম্পারিংয়ে দু প্লেসিসকে দোষী সাব্যস্ত করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টের ওই ঘটনায় তার বিরুদ্ধে শুধু শতভাগ জরিমানা করা হয়। রায়ের তিনদিন পর এর বিরুদ্ধে দু প্লেসিস আপিল করেন।

এই রায়ের বিরুদ্ধে শুধু দু প্লেসিস একাই নন, তার পাশে দাঁড়াচ্ছেন দলের সতীর্থরা সবাই। সিনিয়র ক্রিকেট হাশিম আমলা বলেছিলেন, তার দলের অধিনায়ক কোনও দোষ করেননি। এবার দেখার অপেক্ষা এই রায় উল্টে যায় নাকি বহাল থাকে! ক্রিকইনফো

/এফএইচএম/