সতীর্থদের সেরা ক্রিকেট খেলার আহবান স্যামির

Rajshahi Kings Player Wicket Celebrates-12
ঢাকা শক্তিশালী দল হলেও স্যামি মনে করেন তার দল এখনো সেরা ক্রিকেট খেলেনি।  তাই ড্যারেন স্যামি সতীর্থদের শেষ ম্যাচটিতে নিজেদের সেরা ক্রিকেট খেলার আহবান জানিয়েছেন।

আর মাত্র একটি ম্যাচ। এরপরই জানা যাবে বিপিএল চতুর্থ আসরের শিরোপা জিতবে কে? সাকিবের ঢাকা ডায়নামাইটস নাকি ড্যারেন স্যামির রাজশাহী কিংস। শুক্রবার পৌনে ছয়টায় শুরু হবে ফাইনাল। যেখানে ড্যারেন স্যামির প্রত্যাশা ছেলেরা সেরা ক্রিকেট খেলবে এবং রাজশাহী প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলবে।

ঢাকা শক্তিশালী দল হলেও স্যামি মনে করেন তার দল এখনো সেরা ক্রিকেট খেলেনি। আর তাইতো ড্যারেন স্যামি তার সতীর্থদের শেষ ম্যাচটিতে নিজেদের সেরা ক্রিকেট খেলার আহবান জানিয়েছেন, ‘আমি আমার সতীর্থদের বলছি আমরা এখনো আমাদের সেরা ক্রিকেট খেলিনি। আমাদের হাতে একটা ম্যাচ আছে। আমরা ফাইনালের দিকে তাকিয়ে ছিলাম। এখন আমাদের এই ম্যাচে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। তবেই শিরোপাটা ছুঁতে পারব।’

লিগ পর্বের সবগুলো ম্যাচেই বোলিং অসাধারণ হয়েছে রাজশাহীর। ফিল্ডিংটা অন্য যে কোনও দলের চেয়ে সেরা। কিন্তু ব্যাটিংটা মাঝে মাঝে ভুগিয়েছে রাজশাহীকে। বেশকিছু ম্যাচেই মিডল অর্ডার ও লেট মিডল অর্ডার ব্যাটিংয়ের ওপর নির্ভর করতে হয়েছে অতিথিদের। ফাইনাল জিততে অবশ্যই দলের ব্যাটিং ইউনিটকে ভালো করতে হবে বলে মনে করনে স্যামি, ‘আমাদের অবশ্যই তিন বিভাগে সেরা ক্রিকেট খেলতে হবে। সেই সঙ্গে বোলিংয়ে ধারাবাহিকতা রাখতে হবে। এবং অবশ্যই আগের চেয়ে ব্যাটিংটা ভালো করতে হবে।’

ঢাকা হোম গ্রাউন্ডে খেলবে। পুরো সমর্থন তাদের পক্ষে থাকলেও স্যামির আশা রাজশাহীর যারা সমর্থক থাকবে। তাদের চিৎকারেই উজ্জীবিত হয়ে মাঠে খেলবে কিংসরা, ‘আমি আশা করি এটা রোমাঞ্চকর একটি ফাইনাল হবে। আমরা জানি, বেশিরভাগ দর্শক ঢাকাকেই সাপোর্ট করবে। তারপরও কিছু রাজশাহীর সমর্থকও এখানে থাকবে। তারা আমাদের জন্য চিৎকার করবে। আমরা তাতেই অনুপ্রেরণা খুঁজে নেব। আমরা বিজয়ী হয়ে ফিরব।’

/আরআই/