আরও একটি জয়ের পথে ভারত

জেতার পথেই রয়েছে ভারত
ভারতকে পুনরায় ব্যাট করাতে হলে শেষ দিন আরও ৪৯ রান করতে হবে ইংল্যান্ডকে। যদিও এই টেস্টে ভারতের জয় দেখছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
মুম্বাইয়ে আরও একটি হারের ক্ষণ গুনছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৪৯ রানে পিছিয়ে আছে ইংলিশরা। তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৮২ রান। ৫০ রানে ক্রিজে আছেন জনি বেয়ারস্টো। শেষ দিনে ইংল্যান্ড কতদূর প্রতিরোধ দিতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে প্রথম ইনিংসের মতো জবাব দিতে পারেনি। ওই ইনিংসে অভিষেক সেঞ্চুরির দেখা পাওয়া জেনিংস দ্বিতীয় ইনিংসে বিদায় নেন শূন্য রানেই। যদিও জো রুটের ৭৭ রানের ইনিংসে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিল ইংলিশরা। কিন্তু স্পিনার জয়দেবের লেগ বিফোরের ফাঁদে পা দিয়ে বিদায় নিতে হয় তাকেও।বাকি সময় পার করেন বেয়ারস্টো।

এর আগে অবশ্য বেশ কয়েকটি রেকর্ড গড়া এক ইনিংস খেলেন অধিনায়ক কোহলি। তার ২৩৫ ও ৯ নম্বরে নামা জয়ন্ত যাদবের ১০৪ রানে ভর করে ৬৩১ রানের পাহাড় গড়ে ভারত। ভারত প্রথম ইনিংসে এগিয়ে ছিল ২৩১ রানে।

ভারতকে পুনরায় ব্যাট করাতে হলে আরও ৪৯ রান করতে হবে ইংল্যান্ডকে। যদিও এই টেস্টে ভারতের জয় দেখছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

নিজের টুইটারে ভন টুইট করে লিখেছেন, ‘ভারতই জিতবে এই টেস্ট। তবে ৪ দিন ধরে যে রকম বিনোদন ও দর্শক ছিল, তাতে মানতেই হবে যে এটা টেস্ট ক্রিকেটের জন্য ছিল দুর্দান্ত।’  

 /এফআইআর/