সাকিবের প্রথম ডাবল সেঞ্চুরি

সাকিবের প্রথম ডাবল সেঞ্চুরি ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে শুধু রেকর্ড আর রেকর্ড হয়েই যাচ্ছে। রেকর্ডের মিছিল গড়ে এরমাঝে ডাবল সেঞ্চুরিও করে ফেলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ডও এদিন গড়েছেন সাকিব-মুশফিক। আগের রেকর্ড ছিল তামিম আর ইমরুল জুটির। সেটি ছিল ৩১২ রানের।

সেই জুটি ভেঙে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন সাকিব-মুশফিক। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ পার্টনারশিপ ৩৫০ পেরিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন বাংলাদেশ সর্বোচ্চ রানও করেছে। আগের সর্বোচ্চ রান ছিল ৫০১। এখন পর্যন্ত বাংলাদেশের মোট রান ৫১৯/৫। অথচ টেস্টের দ্বিতীয় দিন ১৬০/৩ দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। সাকিব-মুশফিক হাফ সেঞ্চুরি করার পর লেখা হয়েছিল তামিম-মমিনুলের পর তারাও হাফ সেঞ্চুরি পেয়ে গেলেন। কিন্তু তারা দু’জনে এরপর শুধু সেঞ্চুরি করেই থেমে যাননি। সাকিব ডাবল সেঞ্চুরি করছেন। মুশফিকও সে পথে হাঁটলেও বিদায় নেন ১৫৯ রানে। 

/এফআইআর/