পাকিস্তান সফরে যাবে না ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তান সফরে যাবে না ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফাইকার প্রতিবেদনই কাল হলো। পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইছিল আগামী মার্চে ঘরের মাঠে সিরিজ খেলতে। যদিও সেসময় শর্তের বিষয়গুলো সামনে এসেছিল। শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হলো না। ফাইকার প্রতিবেদনের পরই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিরাপত্তা সংক্রান্ত রেকির বিষয়টিও বাতিল করে দিয়েছে।

তবে পাকিস্তানের মাটিতে না হলেও আগামী ১৯, ২০ মার্চে যুক্তরাষ্ট্রে দুটি টি-টোয়েন্টি খেলার ব্যাপারে আলোচনা করছে দুই বোর্ড।

অবশ্য এর আগেই পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজের সফর নিশ্চিত করে ক্যারিবীয় বোর্ড। মার্চে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। যদিও পাকিস্তান দাবি করেছিল, ক্যারিবীয়রা পাকিস্তান সফরে গেলেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত সেরকম কিছুই হলো না।

এর আগে এই সপ্তাহেই ক্যারিবীয়দের পেশাদার ক্রিকেটারদের সংগঠন সেখানকার নিরাপত্তা অবস্থা নিয়ে জানতে চেয়েছিল ফাইকার কাছে।  তার জবাবে সাম্প্রতিক প্রতিবেদনটি তাদের কাছে পাঠায় ফাইকা।

ফাইকার রিপোর্টে বলা হয়েছে, বিদেশি ক্রিকেটারদের সেখানে ভ্রমণে উচ্চ মাত্রার ঝুঁকি বিরাজ করছে। যে অবস্থায় গ্রহণযোগ্য মাত্রার কোনও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাদের সেই রিপোর্টেই বলা হয়েছে, ‘পাকিস্তান সব সময়ই সন্ত্রাসী হামলা প্রবণ দেশ। বিশেষ করে পশ্চিমাদেরই এসব ক্ষেত্রে লক্ষ্য বানানো হয়ে থাকে। এ ধরনের ঘটনা আরও হতে পারে। এসব ক্ষেত্রে ভ্রমণকারীদের বিষয়গুলো পুনর্বিবেচনা করা উচিত।’ -ক্রিকইনফো।

/এফঅঅইআর/