যে কারণে অধিনায়কত্ব ছাড়লেন ধোনি

যে কারণে অধিনায়কত্ব ছাড়লেন ধোনি সম্প্রতি সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। এরপর থেকেই নানান আলোচনা। এমন কী হয়েছে যে ধোনি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন। কারণটা শুনুন ধোনির মুখেই, ‘আমি বিসিসিআইকে বলে দিয়েছি যে তিন ফরম্যাটে একজনেই অধিনায়ক রাখা উচিত।’

ধোনির এমন মন্তব্যের পর এটা অবশ্য বুঝাই যাচ্ছে টেস্ট ছাড়ার পর একটি ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দিতে চান না তিনি।  এককথায় দুই অধিনায়ক তত্ত্বে আপত্তি আছে তার। তবে এর সঙ্গে আরও ব্যাখ্যাও রয়েছে ধোনির, ‘আমাদের এখানে ভাগ করে অধিনায়ক হওয়াটা বেশি কাজে দেয় না। কোহলি যখন টেস্টে দলের ভার নেয় তখন থেকেই বিষয়টি আমার মাথায় ছিল। তাই আমি চেয়েছি যে কিছু সময় গেলে কোহলিকেই পুরো দায়িত্ব ‍বুঝিয়ে দেবো।’

কোহলিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার নেতৃত্বেও নিজের আস্থা রেখেছেন ধোনি।  নেতৃত্ব ছাড়ার পর শুক্রবার প্রথমবারের মতো মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ‘যদি সংখ্যার কথা বিবেচনা করা হয় তাহলে কোহলির দল আরও বেশি ম্যাচ জিতবে। আমার মনে হয় ওর দলটাই সবচেয়ে সফল দল হবে একসময়।’

সংক্ষিপ্ত ফরম্যাটে নেতৃত্ব ছাড়লেও কোনও আক্ষেপ নেই ধোনির। তার মতে, ‘জীবনে আমি কখনও আক্ষেপ করি না। আমি জীবনে ভালো সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়ের মধ্য দিয়েও গিয়েছি। এটা একটা সফরের মতো। আমি এটা উপভোগ করেছি।’

/এফআইআর/