হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা প্রোটিয়া পেস আক্রমণে দাঁড়াতেই পারলো না শ্রীলঙ্কা। শনিবার তৃতীয় দিনেই জোহানেসবার্গে শ্রীলঙ্কাকে ইনিংস ও ১১৮ রানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে কোনও প্রতিরোধই দিতে পারেনি শ্রীলঙ্কা।  গুটিয়ে গেছে ১৭৭ রানে।  প্রথম ইনিংসেও সফরকারীদের নাস্তানাবুদ করে প্রোটিয়ারা। গুটিয়ে দেয় ১৩১ রানে। এরপর অধিনায়ক ফাফ দু প্লেসিস ফলো অন করাতে কোনও দ্বিধা করেননি।

তবে দ্বিতীয় ইনিংসে শুরুতে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল শ্রীলঙ্কাকে। কিন্তু প্রোটিয়া আক্রমণে সেটি আর স্থায়ী হতে পারেনি। শুধু মাত্র ওপেনার দিমুথ করুনারত্নে ৫০ রান করেন।

এর আগে ৪ উইকেটে ৮০ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। কিন্তু প্রোটিয়া বোলিংয়ে পরের ৬ উইকেট ৫১ রানে হারায় শুরুর সেশনেই। শুক্রবার রাবাদা ও ফিল্যান্ডার ২টি করে উইকেট নিলেও শনিবার সেটি দাঁড়ায় ৩টি করে। দ্বিতীয় ইনিংস মিলিয়ে ফিল্যান্ডার, রাবাদা, পারনেল ও অলিভিয়ের নেন ১৬টি উইকেট।   

ম্যাচসেরা হন জেপি ডুমিনি ও সিরিজসেরা হন ডিন এলগার।

স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪২৬

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৩১ ও দ্বিতীয় ইনিংস ১৭৭ (ফলোঅন)

ফল: তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১১৮ রানে জয়ী।

/এফআইআর/