হেরে যেই রেকর্ড শুধুই বাংলাদেশের!

হেরে যেই রেকর্ড শুধুই বাংলাদেশের!নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করে অনেকগুলো রেকর্ড করেছে বাংলাদেশ। কিউইদের দ্বিতীয় ইনিংসের পরও হয়েছে রেকর্ড। তবে হারের পরেই এমন রেকর্ডের সঙ্গী হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে রানের এমন পাহাড় গড়েও হারের লজ্জা পায়নি আরও কোনও টেস্ট দল!
বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও হার দেখেছে। এর আগে এমন রেকর্ডের মালিক ছিল অস্ট্রেলিয়া। সর্বশেষ ১৮৯৪ সালে সর্বোচ্চ ৫৮৬ রান করেও ইংল্যান্ডের কাছে হার দেখতে হয়েছিল অসিদের।
অবশ্য বাংলাদেশ এই তালিকায় শীর্ষ ৫-এ দুবারই নাম লিখিয়েছে। ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫৬ রান করেও হেরে গিয়েছিল বাংলাদেশ।
উল্লেখ্য, কেন উইলিয়ামসন ও রস টেলরের অর্ধশতাধিক রানের জুটিতে প্রথম টেস্টে বাংলাদেশ হারে ৭ উইকেটে। মাত্র ৩৯.৪ ওভারে ৩ উইকেটে ২১৭ রান করে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
/এফআইআর/