চোট আর ভুল শটকে দায়ী করলেন তামিম

চোট আর ভুল শটকে দায়ী করলেন তামিমওয়েলিংটন টেস্ট হারের পর কথা বলেছেন ডেপুটি অধিনায়ক তামিম ইকবাল। হারের ব্যাখ্যায় চোট আর ব্যাটসম্যানদের ভুল শটকে দায়ী করেছেন বাঁহাতি ওপেনার। সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘প্রথম ইনিংসে আমরা চমৎকার খেলেছি। দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো ছিল। কিন্তু ইমরুল ইনজুরিতে পড়ার পর আর আমি আউট হওয়ার পর সব গড়বড় হতে শুরু করে।’

যদিও বন্ধু সাকিবের আউট সম্পর্কে বলতে গিয়ে প্রথমে তাকে দায়ী করতে চাইছিলেন না তামিম। পরে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার আরেকটু সতর্ক খেলা উচিত ছিল।’

প্রথম ইনিংসে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড ইনিংস খেলার পর পঞ্চম দিনে খেলার শুরুতেই শূন্য রানে আউট হয়ে যান সাকিব। এরপর মুশফিক ইনজুরিতে পড়লে দল যে পথ হারায়, সেখান থেকে বেরুতে পারেনি। পরাজয় মেনে নিয়ে তাদের বেসিন রিজার্ভের মাঠ ছাড়তে হয়েছে।

তামিম এ প্রসঙ্গে বলেন, ‘টেস্টে সেশন বাই সেশন খেলা হয়। একটা সেশনে উইকেটে জুটি গড়তে পারাটা গুরুত্বপূর্ণ। কারণ একটি জুটি ভেঙে গেলে নতুন আরেকজনকে ক্রিজে এসে সেট হতে সবকিছু আবার নতুন করে শুরু করতে হয়। জুটি গড়তে পারায় আমরা প্রথম ইনিংসে রেকর্ড রান করতে পেরেছি। দ্বিতীয় ইনিংসে আমাদের শুরুটাও ভালো হয়েছিল। কিন্তু ইমরুল ইনজুরিতে পড়াতেই সংকটের শুরু। এরপর দুই-তিন বলে খেলে আমি আউট হয়ে গেলাম। তখন মাত্র দিনের ৩২ বল বাকি। ওইভাবে তিন উইকেট না হারালে অন্য কিছু হতে পারতো।’

তিনি আরও যোগ করেন, ‘টেস্টের পঞ্চম দিনে এসে সাকিব আউট হয়ে গেল। মুশফিক চমৎকার শুরু করেছিল। কিন্তু সে ইনজুরিতে পড়ায় আবার জুটি ভাঙলো। এরপর সাব্বির ছাড়া আমাদের স্বীকৃত কোনও ব্যাটসম্যান ছিল না। সব মিলিয়ে পুরো বিষয়টি হতাশার ছিল। এ অবস্থা থেকে দলকে বের করে আনতে আমাদের কাজ করতে হবে।’

বাংলাদেশ দলের এখন পর্যন্ত টেস্টের ইতিহাস হচ্ছে এক ইনিংসে ভালো করলে আরেক ইনিংসে বিপর্যয়। এ অবস্থা থেকে দলকে বের করার উপায় কী জানতে চাইলে তামিম বলেন, ‘সাম্প্রতিক দেশে না হলেও বিদেশের মাটিতে অভিযোগটি সত্য। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

বিপিএলসহ লম্বা সময় ধরে ক্রিকেট খেলায় থাকায় দলের সদস্যরা ক্লান্ত কিনা জানতে চাইলে তামিম না সূচক জবাব দিয়ে বলেন, ‘এটি আমার মনে হয় না। আগামী দু’বছর আমাদের অনেক বেশি খেলায় থাকতে হবে। আমাদের কারও কারও যদি ক্লান্তির সমস্যা থাকে, সেগুলো দলের মেডিক্যাল স্টাফরা দেখবেন।’

নিউজিল্যান্ড দল বেশি বেশি শর্ট বল করায় বাংলাদেশের খেলোয়াড়রা এভাবে চোটে পড়েছে কিনা জানতে চাইলে তামিম বলেন, ‘আমার তা মনে হয় না। এটি তাদের একটি কৌশল হতে পারে। যেমন কিউই দল আমাদের দেশে গেলে সারাদিন স্পিন বল সামাল দিতে দিতে খেই হারিয়ে ফেলে।’

 

/এফআইআর/