ক্যাপ্টেন মুশফিকের কাঠগড়ায় বোলাররা

মুশফিকওয়েলিংটন টেস্ট হারে তামিম ইকবাল চোট আর ব্যাটসম্যানদের দায়ী করলেও নিজের কাঠগড়ায় বোলারদের দাঁড় করিয়েছেন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিম। সোমবার ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন, ‘ব্যাটসম্যানরা যেভাবে দায়িত্ব পালন করেছেন বোলাররা সেভাবে তা পারেননি। প্রথম ইনিংসে এত বড় রেকর্ড রান সংগ্রহের পরও এভাবে হেরে যাওয়াতে আমি বেশ হতাশ।’

এসময় চোটের প্রসঙ্গটিও তুলে আনেন মুশফিক, ‘আমাদের কিছু চোট সমস্যা ছিল। কিন্তু বোলিংয়ের কারণে আমরা ম্যাচটা হেরেছি। বোলিং দিয়ে দুই পাশ থেকে যে চাপ সৃষ্টি করা দরকার ছিল আমরা তা পারিনি।’

বোলারদের দায়ী করলেও বোলিং বিভাগটা যে অনভিজ্ঞ সেটি স্বীকার করেছেন মুশফিক, ‘আমাদের বোলিং অনভিজ্ঞ। ওরা এখনও শিখছে। আশা করি ক্রাইস্টচার্চ টেস্টে এরা আরও ভালো করবে।’

উল্লেখ্য, বেশি খরচে এই বিবেচনায় বেসিন রিজার্ভের মাঠে পাঁচ উইকেট পাওয়া দলের সেরা পেস বোলার রুবেল হোসেনকে নির্বাচকরা সাইডলাইনে বসিয়ে রেখেছিল। কিন্তু রুবেলকে বসিয়ে যাদের দিয়ে টেস্ট খেলানো হয়েছে তারাও মিতব্যয়ী ছিলেন না। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট খেলতে বাংলাদেশ যাদেরকে নিয়ে পেস আক্রমণ সাজিয়েছে তাদের দু’জন অভিষিক্ত আর একজনের মাত্র এক টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল!

 

/এফআইআর/