কোহলি আস্থা না রাখলে অবসর নিতেন যুবরাজ!

যুবরাজ সিং।বিরাট কোহলি ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেওয়ার পরই দলে ডাক পান যুবরাজ সিং। আর এই ডাক পাওয়াটাতে ছিল ভিন্ন এক গুরুত্ব! কারণ কোহলির চাওয়াতেই যে ওয়ানডে দলে দীর্ঘ তিন বছর পর সুযোগ পেয়েছেন যুবরাজ। আর সুযোগ পেয়েই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস খেলেছেন।  ম্যাচ শেষে এই তারকা ক্রিকেটার জানালেন, কোহলি আস্থা না রাখলে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরই নিয়ে নিতেন যুবরাজ!  

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর যুবরাজ বলেছেন ‘আসলে আত্মবিশ্বাস তখনই কাজ করবে যখন আপনি দল ও অধিনায়কের কাছ থেকে সমর্থনটা পাবেন। আমার মনে হয় বিরাট আমার প্রতি অনেক বেশি আস্থা রেখেছে। এটাও গুরুত্বপূর্ণ যে আমার সাজঘরের লোকজনও আস্থা রেখেছে।’

তিনি আরও যোগ করেন, ‘ একটা সময় ছিল যখন মনে করছিলাম যে খেলাটি চালিয়ে যাবো কিনা। আমার মনে হয় এই সময়টাতে আমি অনেক লোকের সহায়তা পেয়েছি। তাই ‘কখনও হাল ছেড়ে দিও না’- এটাই আমার তত্ত্ব হিসেবে দাঁড়িয়ে গেছে। আমিও ছেড়ে দেইনি। কারণ আমিও জানতাম সময় পরিবর্তন হবেই।’  

ম্যাচটাতে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ২৫৬ রানের জুটি গড়েন যুবরাজ। আর তাতেই ৩৮১ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিক ভারত। এই বিশাল রানেই ইংল্যান্ডকে ১৫ রানে দ্বিতীয় ম্যাচে হারিয়ে সিরিজ আগে ভাগেই নিশ্চিত করে বিরাট কোহলির দল।

/এফআইআর/