রুবেলের চোট গুরুতর নয়

ট্রেন্ট বোল্টের ছোঁড়া একটি বল এসে রুবেলের ডান হাতের কনুইয়ে আঘাত করে। চোটে জর্জর বাংলাদেশ দলে ফের আঘাত হেনেছিল আরেকটি চোট সংবাদ। ক্রাইস্টচার্চ টেস্টে উদ্বোধনী দিনের শেষ দিকেই কনুইয়ে বলের আঘাত পেয়েছিলেন রুবেল। যদিও এক্সরে রিপোর্টে রুবেলের আঘাতপ্রাপ্ত কনুইয়ে কোনও সমস্যা পাওয়া যায়নি। তাকে বেদনানাশক ওষুধ দেওয়া হয়েছে।

এই অবস্থায় শনিবার তার খেলা নিয়ে কোনও সংশয় থাকলো না। এ খবর জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

উল্লেখ্য. শুক্রবার ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের শেষের দিকে ট্রেন্ট বোল্টের ছোঁড়া একটি বল এসে রুবেলের ডান হাতের কনুইয়ে আঘাত করে। ফিজিও ডিন কনয়ে মাঠে ছুটে এসে রুবেলকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর রুবেল আবার ব্যাট হাতে দাঁড়ালে উদ্বেগ কিছুটা কমে। দিনের শেষে ১৬ রানে অপরাজিত ছিলেন তিনি। দলের একটি সূত্র বলেছে, ড্রেসিং রুমে ফিরেও রুবেল হাত নাড়াতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে তাকে এক্সরের জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইতোমধ্যে চোটের কারণে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে ছিটকে পড়া বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিম, ওয়ানডাউন ব্যাটসম্যান মমিনুল হক স্থানীয় সময় শনিবার দুপুরে দেশের উদ্দেশে রওয়ানা হচ্ছেন। চোটের আরেক শিকার ইমরুল কায়েস রওয়ানা হবেন রবিবার। মুশফিকের জায়গায় নুরুল হাসান সোহান, মমিনুলের জায়গায় নাজমুল হোসেন শান্ত এবং ইমরুল কায়েসের জায়গায় সৌম্য সরকার খেলছেন ক্রাইস্টচার্চ টেস্টে।

/এফআইআর/