মরুভূমির টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন আফগানিস্তান

অধিনায়ক নওরোজ মঙ্গলকে নিয়ে সতীর্থদের উদযাপনডিজার্ট মানে জনমানবশূন্য বা মরুভূমি। আর এ নামেই আইসিসির সহযোগী দেশগুলোকে নিয়ে আয়োজন করেছিল ডিজার্ট টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। তবে আক্ষরিক অর্থে কোনও মরুভূমিতে নয়, দুবাই ও আবুধাবির মতো আন্তর্জাতিক স্টেডিয়ামে হয়েছে এ প্রতিযোগিতা। এমনকি জনশূন্যতাও চোখে পড়েনি। বরং স্টেডিয়াম দর্শকে ভরে গিয়েছিল চোখে পড়ার মতো। বিশেষ করে দর্শক সমাগমে শুক্রবার ঘরোয়া আবহেই শিরোপা জিতল আফগানিস্তান। এ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন তারা। ফাইনালে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে দলটি।

টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবীর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় আইরিশরা। ১৩.২ ওভারে প্রতিপক্ষের ইনিংস শেষ করতে মাত্র ২.২ ওভারে ১০ রান দিয়ে চার উইকেট নেন নবী। এছাড়া ২টি করে উইকেট আমির হামজা, ফরিদ আহমেদ ও করিম জানাতের।

লক্ষ্যে নেমে মোহাম্মদ শাহজাদের বিধ্বংসী ইনিংসে আফগানিস্তানের জিততে বেগ পেতে হয়নি। ৪০ বলে ৯  চার ও ১ ছয়ে অপরাজিত ছিলেন শাহজাদ। ১৭ রানে খেলছিলেন অধিনায়ক নওরোজ মঙ্গল। মাত্র ৭.৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় চ্যাম্পিয়নরা। ক্যারিয়ারের শেষ ম্যাচে সতীর্থদের কাছ থেকে দারুণ এক উপহারই পেলেন নওরোজ।

সহযোগী ৮টি দেশকে নিয়ে মরুভূমির এ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করে আইসিসি। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/