বৃষ্টিতে শঙ্কায় তৃতীয় দিনের খেলা

 

শঙ্কায় তৃতীয় দিনের খেলা ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মাঠে বৃষ্টি ঝরছেই। তাই রবিবার টেস্টের তৃতীয় দিনের খেলা এখনও শুরু হতে পারছে না। আবহাওয়ার পূর্বাভাস যা তাতে এখন পর্যন্ত তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কার মুখে দাঁড়িয়ে। ওভালের মাঠের পুরোটাই বৃষ্টিস্নাত ভেজা। শুধু উইকেট এলাকার আশপাশটা ঢেকে রাখা সম্ভব হচ্ছে। বাংলাদেশ-কিউই দলের খেলোয়াড়রা সময়মতো মাঠে পৌঁছে অবস্থান নিয়েছেন ড্রেসিং রুমে। বৃষ্টি আজ যেন সবাইকে আহবান জানিয়ে বলছে, ‘ওরা আজ তোরা যাসনে ঘরের বাহিরে’। কিউই এক ফটো সাংবাদিক অনুরোধ করলেন খেলোয়াড়রা সময় কাটাতে বসে কার্ড খেলছে এমন একটা পরিবেশের ছবি তোলার ব্যবস্থা করা যায় কিনা। এমন কিছুতে বাংলাদেশের খেলোয়াড়রা অভ্যস্ত না বা এমন ছবি মিডিয়ায় গেলে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠতে পারে বলে ওই সাংবাদিককে হতদ্যম করতে হয়।

হ্যাগলি ওভালের প্রেসবক্সে বসে  রিপোর্ট লেখার সময় ক্রাইস্টচার্চের ঘড়িতে দুপুর ১টা বাজে। আবহাওয়ার পূর্বাভাস বলছে দুপুর ১ টা, ২টা পর্যন্ত ১০০ভাগ, ৩-৪-৫ টার দিকে বৃষ্টির সম্ভাবনা ৮০ ভাগ। বিকাল ৬ টা থেকে বৃষ্টি কিছুটা কমতে শুরুর কথা। পূর্বাভাসে সোম-মঙ্গলবার এখানে বৃষ্টি নেই। তবে সোমবার দিনভর বাতাস বইতে পারে। তবে আবহাওয়ার পূর্বাভাস এখানে ক্ষণে ক্ষণে বদলায়। কিছুই নিশ্চিত করে বলার সুযোগ নেই।

ক্রাইস্টচার্চ টেস্ট শনিবার বিকালে বৃষ্টি আর আলোর স্বল্পতার কারণে আগেভাগে শেষ হয়। শুক্র-শনি দু’দিনই কম ওভার খেলা হওয়ার কারণে রবিবার খেলা এগিয়ে নিয়ে স্থানীয় সময় সকাল ১০ টা ৩৭ মিনিট থেকে শুরুর কথা জানিয়েছিলেন আম্পায়াররা। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ সেই আম্পায়াররা নিজেরাই এখন পর্যন্ত মাঠে ঢোকার চেষ্টা করেননি। শনিবার এভাবে বৃষ্টিতে খেলা বন্ধ না হলে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের জরিমানাও হতে পারতো! বৃষ্টি তাদেরকে এই জরিমানা থেকেও যেন বাঁচিয়েছ! স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দল ম্যাচের ১২ ওভারের মতো সময় খেয়ে ফেলেছে শনিবার।

নিউজিল্যাল্ড সফরের দ্বিতীয় ও শেষ এই টেস্টে বাংলাদেশ দল দ্বিতীয় দিনের শেষ বিকালে সাকিব ঝলকে স্বাগতিকদের চেয়ে এগিয়ে থেকে দিন শেষ করে। প্রথম ইনিংসে ২৮৯ রানের জবাব দিতে গিয়ে কিউইরা দ্বিতীয় দিনে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান তুলতে পেরেছে। বাংলাদেশ দল এখনও ২৯ রানে এগিয়ে। ম্যাচে কে আরও এগিয়ে যাবে সেটা জানতে রবিবার সকালের সেশনটা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু রবিবার সকালটা এরমাঝে চলে গেছে বৃষ্টির দখলে। হ্যাগলি ওভালের এই মাঠে কোনও স্থায়ী মিডিয়া বক্স নেই। খেলা উপলক্ষে মাঠের এক কোনায় ত্রিপলের তাবু খাঁটিয়ে বানানো হয়েছে অস্থায়ী মিডিয়া বক্স। বৃষ্টি আর বাতাসের মিতালিতে এমন একটি পরিবেশে বসে কাজ করতে গিয়ে নিউজিল্যান্ডের ভিন্ন এক গ্রীষ্মের অভিজ্ঞতাও নিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাংবাদিকরা!

 

/এফআইআর/