ভেসে গেলো প্রথম সেশন

RAIN-4

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল থেকে বাংলাদেশের জন্যে কোনও সুসংবাদ নেই। এখানে এখনও বৃষ্টি ঝরছে বিরামহীন। বৃষ্টির কারণে এরমাঝে ভেসে গেছে ম্যাচের প্রথম সেশন। স্থানীয় সময় বিকাল ৪ টা নাগাদ ম্যাচ অফিসিয়ালদের মাঠে ঢোকার কথা। তখনই তৃতীয় দিনের খেলা বন্ধ অথবা পরিত্যক্ত ঘোষণা করা হবে মনে করা হচ্ছে। কারণ এ মাঠে আজ ক্রিকেট খেলার কোনও পরিবেশ নেই। পূর্বাভাস বলছে বৃষ্টি থামতে আজ এখানে রাত হয়ে যেতে পারে। ওভালের মাঠের পুরোটাই বৃষ্টিস্নাত ভেজা। শুধু উইকেট এলাকার আশপাশটা ঢেকে রাখা সম্ভব হচ্ছে। ঝড়ো বাতাস মাঝে মাঝে উড়িয়ে নিতে চাইছে মাঠ ঢাকার ত্রিপল কভার। মাঠ কর্মীদের সেটিকে রক্ষায় গলদঘর্ম হতে হচ্ছে। 

রবিবার খেলা আগে ভাগে শুরুর কথা থাকলেও এদিন বৃষ্টিতে খেলাটি এখনও শুরু করা যায়নি। ফলে কোনও বল মাঠে না গড়িয়েই মধ্যাহ্নভোজে যায় দুই দল।তাই এই মুহূর্তে খেলাটি কোন দিকে গড়াচ্ছে তা নির্ধারণ করে দিবে এই বৃষ্টি!


নিউজিল্যাল্ড সফরের দ্বিতীয় ও শেষ এই টেস্টে বাংলাদেশ দল দ্বিতীয় দিনের শেষ বিকালে সাকিব ঝলকে স্বাগতিকদের চেয়ে এগিয়ে থেকে দিন শেষ করে। প্রথম ইনিংসে ২৮৯ রানের জবাব দিতে গিয়ে কিউইরা দ্বিতীয় দিনে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান তুলতে পেরেছে। বাংলাদেশ দল এখনও ২৯ রানে এগিয়ে। ম্যাচে কে আরও এগিয়ে যাবে সেটা জানতে রবিবার সকালের সেশনটা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু রবিবার প্রথম সেশন এরমাঝে চলে গেছে বৃষ্টির দখলে।

/এফআইআর/