কোহলির রেকর্ড ভেঙেছেন শাহজাদ

মোহাম্মদ শাহজাদভারতের উজ্জ্বল নক্ষত্র বলা হচ্ছে বিরাট কোহলিকে। ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারের সঙ্গেও মাঝেমধ্যে তাকে তুলনা করা হয়। আর সেই কোহলির রেকর্ড ভেঙে দিলেন আফগানিস্তানের মারকুটে ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।

ডিজার্ট টি-টোয়েন্টি চ্যালেঞ্জে আফগানিস্তানকে শিরোপা জেতানোর পথে ৫ ম্যাচে তিনশতাধিক রান করে টুর্নামেন্টের শীর্ষ ব্যাটসম্যান হয়েছেন শাহজাদ। সব মিলিয়ে চারটি হাফসেঞ্চুরি। আর পঞ্চাশ ছোঁয়া এ ইনিংসগুলো খেলেই ভারতীয় অধিনায়ককে টপকে গেছেন ২৮ বছর বয়সী।

আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনালে প্রতিযোগিতায় নিজের চতুর্থ হাফসেঞ্চুরি করেন শাহজাদ। আইসিসির কোনও একটি টুর্নামেন্টে সর্বাধিক হাফসেঞ্চুরির আগের রেকর্ডধারী কোহলিকে তখনই ছাড়িয়ে যান এ আফগান ব্যাটসম্যান। গত বছর ভারতে বিশ্ব টি-টোয়েন্টিতে তিনটি হাফসেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন কোহলি।

শাহজাদ প্রথম ব্যাটসম্যান হিসেবে একই দিনে দুটি হাফসেঞ্চুরির মালিক হয়েছেন। টুর্নামেন্টের সেমিফাইনালে ওমানের বিপক্ষে ৮০ রান করার পর একইদিন বিকালে ফাইনালে পঞ্চাশ ছোঁন তিনি। সূত্র- স্পোর্টকিডা

/এফএইচএম/