টেস্ট র‌্যাংকিংয়ে ৩ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ

টেস্ট র‌্যাংকিংয়ে ৩ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর টিম ‍র‌্যাংকিংয়ে ৩ পয়েন্ট হারিয়েছে মুশফিকুর রহিমের দল। যদিও র‌্যাংকিংয়ে আগের সেই নবম স্থানে রয়েছে বাংলাদেশ।

আগেই জানা গিয়েছিল নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে হারলে র‌্যাংকিংয়ে পয়েন্ট হারাবে বাংলাদেশ। হলোও তাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারের পর ৩ পয়েন্ট হারিয়েছে মুশফিকুর রহিমের দল। যদিও র‌্যাংকিংয়ে আগের সেই নবম স্থানে রয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে সফরকারীদের পয়েন্ট ছিল ৬৫।

এদিকে ২-০ ব্যবধানে সিরিজ জিতে পাকিস্তানকে টপকে পঞ্চম স্থানে উঠে গেছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের জয়ে ২ পয়েন্ট পেয়েছে কিউইরা। তাদের বর্তমান সংগ্রহ ৯৮। ৯৭ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে পাকিস্তান।

১২০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ১০৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া আর ১০৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরেই দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।

 

টেস্ট টিম র‌্যাংকিং

র‌্যাংকিং                            রেটিং

১. ভারত                               ১২০

২. অস্ট্রেলিয়া                          ১০৯

৩. দক্ষিণ আফ্রিকা                    ১০৭

৪. ইংল্যান্ড                            ১০১

৫. নিউজিল্যান্ড                       ৯৮ (+২)

৬. পাকিস্তান                          ৯৭

৭. শ্রীলঙ্কা                             ৯৬

৮. ওয়েস্ট ইন্ডিজ                     ৬৯

৯. বাংলাদেশ                        ৬২ (-৩)

১০. জিম্বাবুয়ে                       ০৫

/এফআইআর/