নতুনদের প্রশংসায় পাপন

নিউজিল্যান্ডেই টেস্ট অভিষেক হয়েছে তাসকিন আহমেদেরনিউজিল্যান্ডে হতাশাজনক পারফরম্যান্সের পর সিনিয়রদের কাঠগড়ায় দাঁড় করালেও নতুন ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিউজিল্যান্ডের টেস্ট সিরিজে অভিষেক হয়েছে চার ক্রিকেটারের। ওয়েলিংটন টেস্টে পেসার তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বির অভিষেক হয়েছে। এছাড়া মমিনুল ও মুশফিকের ইনজুরিতে নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের টেস্ট অভিষেক হয় ক্রাইস্টচার্চে।

কঠিন চাপেও নিজেদের প্রথম ম্যাচেই সামর্থ্য জানান দিয়েছেন তরুণ এই ক্রিকেটাররা। আর তাই তো মঙ্গলবার বিসিবি সভাপতির কণ্ঠে তাদের প্রশংসা, ‘নতুন বেশ কিছু ছেলেকে নেওয়া হয়েছিল দলে। এ ছাড়া নিউজিল্যান্ডে কেন বেশি ক্রিকেটার পাঠানো হলো, এটা নিয়েও প্রশ্ন উঠেছিল।’ সঙ্গে যোগ করলেন, ‘নুরুল, শান্ত, রাব্বি, তাসকিন আমাদের নতুন এই ছেলেগুলো সবাই খুব দুর্দান্ত। ওরা সাহস নিয়ে চেষ্টা করেছে। শেষ ম্যাচে রাব্বি ও তাসকিন অনেকক্ষণ ব্যাটিংও করেছে। তারা বুঝিয়েছে চাইলেই ব্যাটিং করা সম্ভব। শান্তর টেকনিক অনেক ভালো, রান করতে পারেনি হয়তো। তাসকিন ভালো করেছে।’

নতুনদের প্রশংসার মাঝে অভিজ্ঞদের ব্যর্থতার ছাপও ভেসে উঠল পাপনের চোখেমুখে, ‘আমাদের কিন্তু বোলিং ভালো ছিল এবং নতুন ছেলেরা ভালো করেছে। দূর্ভাগ্যবশত যাদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রত্যাশা করেছিলাম তারাই ব্যর্থ হয়েছে, তামিম-সাকিব-রিয়াদ। ওরা যেহেতু পারফরম করতে পারেনি, সেজন্যই আমাদের এই অবস্থা।’

/আরআই/কেআর/