দুর্নীতির দায়ে পিএসএলে নিষিদ্ধ হলেন শারজিল-লতিফ

258199.4পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) হানা দিয়েছে দু্র্নীতি! তবে দুর্নীতির মাত্রা কোন পর্যায়ে ছিল সেটা জানা না গেলেও দুর্নীতি প্রচেষ্টায় ইসলামাবাদ ইউনাইটেডের ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফকে সাময়িক নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুর্নীতি দমনে পিসিএল-এর দ্বিতীয় সংস্করণে পিসিবির সঙ্গেই কাজ করছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসু। যদিও দুর্নীতির ধরন বা তদন্ত প্রক্রিয়া নিয়ে খোলাসা করে কিছুই বলেননি পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠি, ‘এখনই এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে এই তদন্ত এটাই প্রমাণ করে যে খেলা থেকে আমরা দুর্নীতি সরাতে কঠোরভাবেই কাজ করছি। আমরা কোনও ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবো না। তদন্ত শেষ হলে কঠোর পদক্ষেপও নিতে পারি।’

শেঠি ক্রিকেটারদের আরও জানিয়েছেন, কোনও ধরনের সন্দেহজনক গতিবিধি নজড়ে পড়লেই যেন সেটা পিসিবিকে জানানো হয়। 

পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় সংস্করণের উদ্বোধনী ম্যাচেই খেলেছেন শারজিল খান। বৃহস্পতিবার ইসলামাবাদের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে খেলে ১ রান করেন। আর লতিফ ইসলামাবাদের একাদশেই স্থান পাননি ওই দিন।

/এফআইআর/