‘সম্মানটা মুশফিকের প্রাপ্য’

গত কিছুদিন ধরে মুশফিকের তিনটি দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাটসম্যান মুশফিককে নিয়ে কারও কোনও প্রশ্ন না থাকলেও উইকেটকিপার ও অধিনায়ক মুশফিককে ঘিরে রয়েছে নানান প্রশ্ন। সেই প্রশ্নগুলো বড় আকার ধারণ করেছে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের পর।

বাংলাদেশের টেস্ট অধিনায়ককে ঘিরে বড় প্রশ্নটা উইকেট কিপিং নিয়েই। ঐতিহাসিক টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে বিরাট কোহলি ও চেতশ্বর পূজারার স্টাম্পিং মিসটা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা মেনে নিতে পারেনি। সবমিলিয়ে গত কিছুদিন ধরে সমালোচনা চলছে মুশফিককে ঘিরে।

যদিও গত ১০-১১ বছর ধরে মুশফিক বাংলাদেশের ক্রিকেটে অবদান রেখে চলেছেন। তাই অভিজ্ঞ এই ক্রিকেটারকে সম্মান দেওয়া উচিত বলে মনে করেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, ‘কিপিং একটা প্রশংসাহীন কাজ। মুশফিক একটা ভালো কিছু করলে সেটা কিন্তু আলোচিত হয় না। কিন্তু একটা ভুল করলে সেটা বাতাসে ভাসতে থাকে। এটা বাংলাদেশের মানুষের মনে গেঁথে যাওয়া সমস্যা। একটু খারাপ করলে অনেককে দেখি হামলে পড়তে চায়, হিংস্র হয়ে উঠে। টকশোতে কথা বলে। কিন্তু গত কয়েক বছর ধরে চলতে থাকা তার সাফল্যের কথা কেউ বলে না।’

তিনি আরও যোগ করেন, ‘তারপরও মুশফিক যদি তিনটি দায়িত্ব নিয়ে খেলে যেতে চায়, তাহলে যেতে পারে। আর যদি মুশফিক নিজেকে ক্লান্ত মনে করে, সেটা আলাদা কথা। এ ক্ষেত্রে ওর কথাটাই শোনা উচিত। কারণ অনেক দিন ধরে দলকে সেবা দিয়ে আসছে, এই সম্মানটা মুশফিক পেতেই পারে।’

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেছিলেন তিনটি দায়িত্বই তিনি উপভোগ করেন। মুশফিকের কথার রেশ ধরে সুজনও তাই মনে করেন। তার মতে, মুশফিক যদি তিনটি দায়িত্বই উপভোগ করে তাহলে তাকে সেটাই করতে দেওয়া উচিত, ‘সে আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সে সব ফরম্যাটেই সমান গুরুত্বপূর্ণ। ও-ই বলতে পারবে ওর কাজের চাপ বেশি কিনা। যখনই ওকে দেখি, ও বলে সব সে উপভোগ করে। তার মানে ওর কাজের চাপ নেই। ও যদি মনে করে চাপ হচ্ছে, তাহলে ও বোর্ডের সঙ্গে আলোচনা করবে। তারপর এই সিদ্ধান্ত হবে। আমার মনে হয় ও কিপিং ভালোবাসে। যতদিন পর্যন্ত সে উপভোগ করবে, সে করে যেতে পারে।’


/আরআই/এফআইআর/