‘কেপি’ ঝড়ে মাহমুদউল্লাহদের দুরন্ত জয়

৪২ বলে পিটারসেন খেলেছেন হার না মানা ৮৮ রানের ইনিংসব্যাট হাতে নামতে হয়নি মাহমুদউল্লাহকে। তিনি নামার আগেই কেভিন পিটারসেনের ঝোড়ো ইনিংসে বিশাল লক্ষ্য পেরিয়ে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশি অলরাউন্ডারের দল কুয়েটা গ্ল্যাডিয়েটরস।

লাহোর কালান্দারসের ব্যাটিং তাণ্ডব দেখে কুয়েটার জয়টা দূরের পথ বলেই মনে হয়েছিল প্রথম ইনিংসের পর। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টস হারা লাহোর জেসন রয়ের ঝোড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ২০০ রান। কঠিন সেই লক্ষ্য ৭ বল আগেই ৫ উইকেট হারিয়ে পৌঁছে যায় কুয়েটা পিটারসেনের হার না মানা ৮৮ রানের ইনিংসের ওপর ভর দিয়ে।

ওয়ান ডাউনে নেমে লাহোরের বোলারদের ওপর দিয়ে রীতিমত টর্নেডো তুলেছিলেন ‘কেপি’। বিশাল লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে যেখানে মাত্র ২৪ রানেই ২ উইকেট হারিয়ে বসেছিল কুয়েটা, ইংলিশ এই ব্যাটসম্যান সেখান থেকে দলকে টেনে তুলে দিয়েছেন অসাধারণ এক জয়। ৪২ বলে হার না মানা ৮৮ রানের ইনিংসটি পিটারসেন সাজিয়েছেন ৩ চার ও ৮ ছক্কায়। দারুণ ভূমিকা রেখেছেন অধিনায়ক সরফরাজ ৩৫ বলে ৪৫ রানের কার্যকরী ইনিংস খেলে। মাঝে রাইলি রোসো খেলেন ১৮ বলে ৩৩ রানের ইনিংস।

এর আগে রয়ের ২৭ বলে ৫১, ফখর জামানের ৩১ বলে ৪৭, মোহাম্মদ রিজওয়ানের ২৮ বলে হার না মানা ৪৬ ও ক্যামেরন ডেলপোর্টের ২১ বলে হার না মানা ৩৫ রানের ওপর ভর দিয়ে লাহোর স্কোরে জমা করে ২০০ রান। ব্যাট করার দরকার না পড়লেও বোলিং করেছেন মাহমুদউল্লাহ। ডানহাতি এই স্পিনার ২ ওভারে ২৩ রান খরচায় পাননি কোনও উইকেট। ক্রিকইনফো

/কেআর/