বার্সাকে বাঁচালেন মেসি

বার্সাকে বাঁচালেন মেসিপিএসজির বিপক্ষে না পারলেও লা লিগায় লেগানেসের বিপক্ষে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। তার জোড়া গোলেই ড্রয়ের লজ্জা থেকে বেঁচেছে স্প্যানিশ জায়ান্টরা। লেগানেসকে হারিয়েছে ২-১ গোলে।  

এদিন ম্যাচে শুরুর গোলটি করেছিলেন লিওনেল মেসি। পিএসজির বিপক্ষে বক্সে বলে পা ছোঁয়াতে পারেননি। কিন্তু নতুন দিনটিতে ছিলেন আগুনে ফর্মে। অবশ্য এই গোলে ভূমিকা ছিল নেইমার, সুয়ারেসেরও। তাদের বাড়িয়ে দেওয়া বলেই শেষ স্পর্শটা করেন আর্জেন্টাইন তারকা।

এই গোলের পরই খানিকটা ধুঁকছিল বার্সা। এর মাঝেই ৭১ মিনিটে গোল করে সমতায় ফেরে লেগানেস।  ৮৯ বছরে নিজেদের ইতিহাসে এবারই প্রথম শীর্ষ এই লিগে খেলার সুযোগ পেয়েছিল তারা। নিজেদের নৈপুণ্য যে ফেলনা নয় তা প্রমাণ করেছে বার্সার বিপক্ষেই। শেষ পর্যন্ত জায়ান্টদের আটকে রাখতে সক্ষম হয়েছিল। এমনকি বেশ কয়েকবার গোলের চেষ্টাও করেছিল। অবশ্য তাতে বাধা হয়েছিলেন গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন।

কিন্তু শেষ দিকে নেইমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। আর তাতেই স্পট কিক থেকে গোল করে দলকে জয় পাইয়ে দেন মেসি।

এই জয়ে ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে বার্সা। ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

/এফআইআর/