পেসার শরীফের অলরাউন্ড নৈপুণ্যে শক্ত অবস্থানে মধ্যাঞ্চল

243075পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থেকেই চতুর্থ রাউন্ড শুরু করেছিল ওয়ালটন মধ্যাঞ্চল। কিন্তু প্রথম দিনে ব্যর্থ হলেও দ্বিতীয় দিনে ম্যাচে ফেরে তারা।  পেসার মোহাম্মদ শরীফের ব্যাটিং তাণ্ডবে ৩২৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় ওয়ালটন মধ্যাঞ্চল। দিনশেষে সেই শরীফই বল হাতে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ব্যাটসম্যানদের চেপে ধরেন। দিনশেষে মধ্যাঞ্চল এগিয়ে ২১৪ রানে।

আগের দিন ৭ উইকেট হারিয়ে ২৩২ সংগ্রহ করে প্রথম দিন শেষ করে মধ্যাঞ্চল। সোমবার দ্বিতীয় দিনের শুরুতে শরীফের নবম ও দশম উইকেটে ৪৫ ও ৪৬ রানের জুটি ৩২৮ রানের সংগ্রহ এনে দেয়। শরীফ ১০২ বলে ৫ চার ও চার ছক্কায় ৭০ রানের ইনিংসটি সাজিয়েছেন।

রবিবার চারটি উইকেট নেওয়া আবু জায়েদ রাহী সোমবার আরও একটি উইকেট তুলে নেন। সবমিলিয়ে ২৯ ওভারে ৭৭ রান খরচায় ৫টি উইকেট নিয়েছেন তিনি।

জবাবে খেলতে নেমে ইসলামী ব্যাংক তাদের প্রথম ইনিংসে ১১৪ রান তুলতেই হারায় ৬টি উইকেট।  দিনশেষে তারা পিছিয়ে ২১৪ রানে। হাতে রয়েছে মাত্র চারটি উইকেট। মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করা মোহাম্মদ শরীফই তাদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

পূর্বাঞ্চলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান আসে ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে।  এছাড়া মুমিনুল হক, লিটন দাস ও জাকির হাসান প্রত্যেকে ১৮ রান করে সংগ্রহ করেছেন।

ওয়ালটন মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে শরীফ সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন।  এছাড়া কামরুল ইসলাম রাব্বি ও মোশারফ হোসেন রুবেল প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/