তামিম-তাসকিনের নামই উঠল না আইপিএল নিলামে!

Tamim-Iqbal-Taskin-Ahmedএনামুলের মতো একই পরিণতি হলো মাহমুদউল্লাহ, সাব্বির ও মিরাজের। তামিম ইকবাল ও তাসকিন আহমেদের অবস্থা তো আরও খারাপ। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের নামই উঠেনি আইপিএল নিলামে!

নাম উঠল এনামুল হকের। কিন্তু সাড়া মিলল না কোনও টেবিল থেকেই। ২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে উঠা প্রথম কোনও বাংলাদেশি খেলোয়াড় তাই বিক্রিই হলেন না। এনামুলের মতো একই পরিণতি হলো মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের। তামিম ইকবাল ও তাসকিন আহমেদের অবস্থা তো আরও খারাপ। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের নামই উঠেনি আইপিএল নিলামে!

অথচ তারা ঠিকই ছিলেন ২০১৭ সালেরর আইপিএল নিলামের তালিকায়। যে তালিকায় তারা দুজন সহ জায়গা পেয়েছিলেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। আগে থেকেই আইপিএল খেলা নিশ্চিত করে রাখা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে বাংলাদেশের আর কোন নতুন খেলোয়াড় যোগ হচ্ছেন, সেটাই ছিল দেখার। ভিত্তি মূল্য ৩০ লাখ রুপিতে প্রথম ডাক পড়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুলের। যদিও তার প্রতি কোনও ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তার পর নাম উঠে বাংলাদেশের আরও তিন ক্রিকেটার-মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও মিরাজের। তাদের বেলাতেও ফ্রাঞ্চাইজিদের অনাগ্রহ।

তার মানে কী বাংলাদেশের আর কোন ক্রিকেটারকে দেখা যাবে না এবারের আইপিএলে! তখনও আসলে পুরো দৃশ্যটা শেষ হয়নি। তামিম ও তাসকিনের নাম যে উঠেনি তখনও। ভারতের বিপক্ষে বরাবরই দারুণ খেলা তামিম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাটিয়েছেন দারুণ সময়। হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাছাড়া চলতি পিএসএলেও দারুণ সময় কাটাচ্ছেন এই ওপেনার। সবকিছু মিলিয়ে তামিমের সম্ভাবনা ছিল বেশ ভালোমতোই।

অন্যদিকে অভিষেকের পর থেকে সীমিত ওভার ক্রিকেটে নিজের ছাপ ফেলা তাসকিনও ছিলেন আশার মশাল হাতে। কিন্তু হয়নি। নিলামে অন্য চার ক্রিকেটারের নাম উঠলেও তামিম-তাসকিনের নামই আসেনি! অথচ আইপিএল নিলামের জন্য যে তালিকা এবার প্রকাশ করা হয়েছিল, সেখানে ১৫৭ নম্বরে ছিলেন তামিম আর ২৩০ নম্বর খেলোয়াড় হিসেবে তালিকায় ছিলেন তাসকিন। আইপিএল ওয়েবসাইট

/কেআর/