মাহমুদউল্লাহর দুর্দান্ত বোলিংয়ে কোয়েটার জয়

২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহজাদু দেখিয়ে চলেছেন মাহমুদউল্লাহ। করাচি কিংসের বিপক্ষে ৩ উইকেট পেয়েছেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা এই বাংলাদেশি অলরাউন্ডার। তার দুর্দান্ত বোলিংয়ে কোয়েটাও পেয়েছে ৬ উইকেটের জয়।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চেনা ছন্দেই আছেন মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে খুব একটা সুযোগ না পেলেও বল হাতে জাদু দেখিয়ে চলেছেন বাংলাদেশি অলরাউন্ডার। এ ম্যাচে অবশ্য সুযোগ হয়েছিল তার ব্যাট করার। ৮ রানে অপরাজিত থেকে দলের ৬ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। করাচির ২০ ওভারে ১৫৪ রানের জবাবে কোয়েটা ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে।

বৃহস্পতিবার রাতে করাচি কিংসের বিপক্ষে ৩ উইকেট পেয়েছেন কোয়েটার হযে খেলা মাহমুদউল্লাহ। শুধু উইকেট পাওয়া নয়, করাচির ব্যাটসম্যানদের মোটেও সুবিধা করতে দেননি তিনি। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২১।

ব্যাটিংয়ে সুযোগ না পাওয়ার কারণ হলো-হয় তার দল আগেই জয় নিশ্চিত করে ফেলছে, না হলে শেষ হয়ে যাচ্ছে ওভার। পিএসএলে তার প্রয়োজনীয়তা বোঝানোর জন্য অবশ্য বল হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। করাচিকে যে ১৫৪ রানে আটকে রাখতে পেরেছে কোয়েটা, সেটা তো বাংলাদেশি এই ক্রিকেটারের অসাধারণ বোলিংয়ের কারণেই। উদ্বোধনী জুটিতে দাঁড়িয়ে গিয়েছিলেন বাবর আজম ও কুমার সঙ্গাকারা। তারা দুজন যোগ করেন ৬৩ রান। কোয়েটার অন্য বোলাররা যখন ব্যর্থ, তখন বল হাতে তুলে নিয়ে মাহমুদউল্লাহ ভাঙেন তাদের জুটি। ২৮ রান করা সাঙ্গাকারাকে আউট করার পর ফেরান বাবরকেও (৩৬)। সাঙ্গাকারা ফেরেন স্টাম্পিং হয়ে, আর বাবর ধরা পড়েন হাসান আলীর হাতে।

মাহমুদউল্লাহ জাদুর শেষ এখানেই নয়, পরে শোয়েব মালিককেও আউট করেছেন তিনি। ওই হাসান আলীর হাতে ধরা পড়ে শোয়েব প্যাভিলিয়নে ফেরেন ৯ রান করে। শোয়েবেরটি নিয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে মাহমুদউল্লাহ নামের পাশে যোগ করেন ৩ উইকেট। করাচি ব্যাটসম্যানদের মোটেও সুবিধা করতে দেননি তিনি। টি-টোয়েন্টি ক্রিকেট, যেখানে বোলারদের ওপর টর্নেডো বইয়ে দেয় ব্যাটসম্যানরা, সেখানে তার রান খরচ করার গড় ৫.২৫। ক্রিকইনফো

/কেআর/