কপিল দেবকে টপকে গেলেন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিনমহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুক্রবার আরেকটি মাইলফলক স্পর্শ করলেন ভারতের বর্তমান এক নম্বর টেস্ট বোলার।

পুনে টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার প্রথম ওভারে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (৬১) আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এ উইকেটটি নিয়ে দেশের মাটিতে এক মৌসুমে ভারতের শীর্ষ উইকেটশিকারির খেতাব পেলেন তিনি।

প্রথম দিন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও ওপেনার ম্যাট রেনশোর উইকেট নিয়ে উদযাপন শুরু করেন এ স্পিনার। দ্বিতীয় দিন পান ইনিংসের তৃতীয় উইকেট।

চলতি মৌসুমে অশ্বিনের উইকেট সংখ্যা দাঁড়ায় ৬৪টি। তামিলনাড়ুর ৩১ বছর বয়সী এ অলরাউন্ডার এক টেস্ট মৌসুমে কপিল দেবের ৬৩ উইকেটের কীর্তিকে টপকে গেলেন। ১৯৭৯-৮০ মৌসুমে রেকর্ড সংখ্যক উইকেট নিয়েছিলেন সাবেক লিজেন্ডারি পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে দ্রুততম ২৫০ উইকেটের মালিক হন অশ্বিন (৪৫ ম্যাচে)। অস্ট্রেলিয়ান বোলিং লিজেন্ড ডেনিস লিলিকে (৪৮ ম্যাচে) পেছনে ফেলেন তিনি।

তারও আগে গত সেপ্টেম্বরে প্রথম এশিয়ান ও বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে দ্রুততম ২০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তি গড়েন অশ্বিন। পাকিস্তানের ওয়াকার ইউনিসের ওই রেকর্ড ভাঙেন তিনি ৩৭তম টেস্টে। সূত্র- ইন্ডিয়াটুডে

/এফএইচএম/