গাঙ্গুলীকে হটিয়ে রেকর্ড বইয়ে ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স৯ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান। রেকর্ড গড়েই এই জায়গায় পৌঁছালেন তিনি।

আরেকবার ওয়ানডের রেকর্ড বইয়ে নাম উঠল ‘এবি ডি ভিলিয়ার্স’। এবার ‘দ্রুততম ৯ হাজার রান’ ক্যাটাগরিতে। পেছনে ফেললেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে।

শনিবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এ কীর্তি গড়েন ডি ভিলিয়ার্স। ব্যাটিং ক্রিজে নামার কিছুক্ষণ পরই লকি ফার্গুসনকে একটি পুল শটে চার মেরে মাইলফলকে নিজের নাম লিখেন তিনি। এ ম্যাচে ক্যারিয়ারের ৫১তম হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। ৮০ বলে ৮৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান।

৩৩ বছর বয়সী ব্যাটসম্যান এ মাইলফলকে পৌঁছে গেছেন মাত্র ২০৫ ইনিংসে। ২২৮ ইনিংসে আগের এ রেকর্ডধারী গাঙ্গুলীর চেয়ে ২৩ ইনিংস কম খেলেছেন ডি ভিলিয়ার্স।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নামার আগে ৯ হাজার রানে পৌঁছাতে ৮৭ রান দরকার ছিল ডি ভিলিয়ার্সের। হ্যামিলটনে সিরিজের উদ্বোধনী ম্যাচে অপরাজিত ৩৭ রান করে দলকে জেতান তিনি। আর হ্যাগলি ওভালে তার ৪৫ রান যথেষ্ট হয়নি দলকে জেতাতে। হেরে যায় প্রোটিয়ারা।

জ্যাক ক্যালিসের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে ৯ হাজারি ক্লাবে বসলেন ডি ভিলিয়ার্স। আর সব মিলিয়ে তিনি এ ক্লাবে ১৮তম খেলোয়াড়। সূত্র- নিউজ১৮, ক্রিকেট অস্ট্রেলিয়া

/এফএইচএম/