পিসিবির সমালোচনায় ইমরান খান

imran-khan-ndtv_806x605_41488211233লাহোরে পিএসএল ফাইনাল আয়োজন নিয়ে শুরু থেকেই ছিল নানা আলোচনা-সমালোচনা। যদিও সেখানে বেশ কিছুদিন এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী খেলাটির আয়োজন নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু প্রাদেশিক সরকার সবুজ সঙ্কেত দেওয়াতে সেটি আর থাকছে না। ফলে টুর্নামেন্টের ফাইনাল সেখানেই অনুষ্ঠিত হচ্ছে। আর এমন সিদ্ধান্ত আসার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ও সাবেক অধিনায়ক ইমরান খান।

পাকিস্তানে টুর্নামেন্ট ফাইনাল আয়োজনকে কাণ্ডজ্ঞানহীন বলেই মন্তব্য করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার, ‘আমার মনে হয় এই মুহূর্তে যেই ঝুঁকি রয়েছে সেটা উঁচু মাত্রার। বর্তমানে যেই পরিবেশ বিরাজ করছে তাতে এরকম ঝুঁকি নেওয়া সঠিক নয়।’

বেশ কয়েক দিন ধরেই অনিশ্চয়তা বিরাজ করছিল যে পাঞ্জাব প্রাদেশিক সরকার এ নিয়ে হয়তো সবুজ সঙ্কেত দেবে না। কারণ বেশ কিছুদিন ধরেই সেখানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছিল। লাহোরেই সর্বশেষ এমন দুটি ঘটনা ঘটেছে। এই অবস্থার কথা উল্লেখ করে ইমরান খান বলেছেন, ‘এই পরিস্থিতিতে কেমন শান্তির বার্তা পৌঁছাবে।’

তিনি আরও জানিয়েছেন লাহোরে ফাইনাল না হলে পাকিস্তান ক্রিকেটের জন্য সেটা তেমন ভিন্ন কিছু বয়ে আনবে না। বিশেষ করে তারকা বিদেশি ক্রিকেটারদের ছাড়া এখানে এই আয়োজন পাকিস্তান ক্রিকেটের জন্য সুখকর কিছু বয়ে আনবে না বলেই মনে করছেন তিনি। ইমরান খান আরও যোগ করেছেন, ‘যদি আশঙ্কাজনক কিছু হয়েই যায় তাহলে পাকিস্তানের ক্রিকেট আরও দশ বছর পিছিয়ে যাবে।’

 /এফআইআর/