অসিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছে ‘স্পোর্টিং উইকেট’

259470.3অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই হারের লজ্জা পেয়েছে স্বাগতিক ভারত। অবশ্য এই ফলের পরই আলোচনায় উঠে এসেছে উইকেট ইস্যু। কারণ সফরকারীদের হয়ে অনন্য কীর্তিই গড়েছেন স্টিভ ও’কিফ। ভারতের মাটিতে সফরকারী কোনও দলের স্পিনার হয়ে নিয়েছেন ১২ উইকেট। যেটাতে স্বাগতিক হয়েও ফায়দা লুফে নিতে পারেনি বিরাট কোহলির দল। তাই দ্বিতীয় টেস্টের আগেই আলোচনায় সেই উইকেট ইস্যু। কেমন হবে বেঙ্গালুরুর উইকেট?

আয়োজকরা জানিয়েছেন, স্পোর্টিং ‍উইকেটই বানানো হচ্ছে দ্বিতীয় টেস্টে। যাতে করে দুই দলই ফায়দা তুলে নিতে পারে। যদিও এখন পর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও ধরনের সুপারিশ করেনি। তাই কর্নাটক রাজ্য অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুধাকর রাও বলেছেন, ‘আমরা কোনও ধরনের নির্দেশনা পাইনি। আমাদের লক্ষ্য স্পোর্টিং উইকেট তৈরি করা। যাতে করে টেস্টটি ৫ দিনেই শেষ হয়। দুই দিন বা আড়াই দিনে যাতে শেষ না হয়, সেভাবেই উইকেট প্রস্তুত করতে চাই।’

/এফআইআর/