আইসিসির নতুন সংবিধানে বাংলাদেশের আপত্তি

কলম্বোয় সংবাদ সম্মেলনে নাজমুল হাসান (ডানে)আইসিসির সংবিধানে বদলের কথা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। আলোচনার টেবিলে থাকা নতুন এই গঠনতন্ত্রে আপত্তি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দুটো ব্যাপারে সরাসরি ‘না’ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলছে নিজেদের শততম টেস্ট। স্মরণীয় এই টেস্ট উপলক্ষে নাজমুল হাজির হয়েছেন কলম্বোর পি সারা স্টেডিয়ামে। সেখানেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সংস্কার ও নিজেদের আপত্তির বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার সংস্কারে দুটি ব্যাপারের কথা উল্লেখ করেছেন নাজমুল। একটি হলো অর্থনৈতিক বিষয়, যেটাতে কোনও আপত্তি নেই বিসিবির। তবে সংবিধানসংক্রান্ত সংস্কারে সায় দেয়নি তারা। নাজমুল এই প্রসঙ্গে বলেছেন, ‘আইসিসির সংস্কারে দুটি ব্যাপার আছে। একটি সংবিধান সংক্রান্ত, অন্যটি অর্থ বিষয়ক। অর্থনৈতিক বিষয়ে আমরা বাধা দেইনি। কিন্তু সংবিধান সংক্রান্ত ব্যাপারে যে কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আমি সেটার সদস্য ছিলাম; সেখানে আমাদের অভিযোগ উঠে-এমন কিছু ব্যাপার ছিল।’

পরে লিখিত আকারে সেই অভিযোগ আইসিসিকে পাঠিয়েছিলেন বলেও জানিয়েছেন নাজমুল। তার বক্তব্য, ‘আমরা চিঠি দিয়ে আইসিসিকে বলে দিয়েছি যে দুটি ব্যাপার আমরা মানি না। এর মধ্যে একটা হলো যে, যেটা আগেও চেষ্টা করা হয়েছিল-রেলিগেশন। টেস্টের পূর্ণ সদস্যদের যে সংবিধানের মাধ্যমে নিচে নামার শঙ্কা আছে।’ সঙ্গে যোগ করলেন, ‘আমরা বলেছি কোনও অবস্থাতেই এটা মানবো না। এখন সম্ভাবনা আছে জিম্বাবুয়ের বাদ পড়ে যাওয়ার, পরে অন্যদের হতে পারে। আমরা বলেছি পূর্ণ সদস্যদের স্ট্যাটাস কখনও বদল করা যাবে না। এটা আমরা মানি না।’

অভিযোগ করা দ্বিতীয় বিষয়টিও স্পষ্ট করেছেন নাজমুল এভাবে, ‘আরেকটা হলো ভোটাধিকার…এটা নিয়েও আমরা আপত্তি জানিয়েছি। আইসিসি এখন নতুন স্বতন্ত্র পরিচালক নিচ্ছে, সহযোগী দেশ বাড়ছে- এই বিষয়গুলো আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে। এ জন্যই আমরা তাড়াহুড়ো করে অনুমোদন দিতে চাই না। আগে জানতে চাই এতে বাংলাদেশের লাভ কতটা।’

/কেআর/