টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

17474097_1669142150053652_2037477051_oশ্রীলঙ্কান বোর্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। কলম্বো ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট একাডেমি মাঠে স্থানীয় সময় সকাল দশটায় মাঠে নামে সফরকারীরা। টস জিতে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি প্রতিপক্ষ শ্রীলঙ্কান বোর্ড একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

প্রস্তুতি ম্যাচটিতে বাংলাদেশের প্রায় সবাই অংশ নেবে। মূলত সবার ব্যাটিং প্রস্তুতির লক্ষ্যেই হাথুরুসিংহের এই পরিকল্পনা। তবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন না।

আগামী ২৫ মার্চ ডাম্বুলাতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। সবমিলিয়ে তাই একমাত্র প্রস্তুতি ম্যাচটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অনুশীলন ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দলই গড়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্ধনেকে অধিনায়ক করে মাঠে নামা একাদশের বেশিরভাগেরই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অজ্ঞিতা। শ্রীলঙ্কার ওয়ানডে দলে জায়গা পাওয়া ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, থিসারা পেরেরা রয়েছেন স্কোয়াডে।

একাদশের বেশ কয়েকজনই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঢাকা লিগে খেলেছেন। সেই সুবাদে বাংলাদেশের ক্রিকেটারদের খেলা সম্পর্কেও খুব ভালো জানা তাদের।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু ও সাইফউদ্দিন।

শ্রীলঙ্কা বোর্ড একাদশ: মিলিন্দা সিরিবর্ধনে (অধিনায়ক), কুশল পেরেরা, দিলশান মুনাবিরা, সানদান বিরাকোডি, ধনাঞ্জয়া ডি সিলভা, চতুরাঙ্গা ডি সিলভা, থিসারা পেরেরা, লাহিরু মাদুসানকা, দাসুন শানাকা, আকিলা ধনাঞ্জয়া, সচিথ পাথিরানা, বিনুরা ফার্নান্দো।

/আরআই/এফআইআর/