টাইগারদের পা এবার ডাম্বুলায়

টাইগারদের পা এবার ডাম্বুলায়আপাতত কলম্বোর পর্ব চুকিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় ডাম্বুলার উদ্দেশে রওয়ানা হয়ে ডাম্বুলায় পৌঁছেছে মাশরাফি বাহিনী। শততম টেস্ট জয় এবং প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের দৃঢ়তা- সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই নতুন শহরে আসলো হাথুরুসিংহের শিষ্যরা।

আপাতত কলম্বো পর্ব শেষ করে টাইগাররা এখন ডাম্বুলায়। গলে প্রথম টেস্ট খেলে কলম্বোতে এসে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। নিজেদের শততম ম্যাচটি জয় দিয়ে রঙিন করেছে মুশফিক-সাকিবরা। এরপর বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

আপাতত কলম্বোর পর্ব চুকিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় ডাম্বুলার উদ্দেশে রওয়ানা হয়ে ডাম্বুলায় পৌঁছেছে মাশরাফি বাহিনী। শততম টেস্ট জয় এবং প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের দৃঢ়তা- সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই নতুন শহরে আসলো হাথুরুসিংহের শিষ্যরা।

টেস্ট সিরিজ শেষে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি নিয়েছিলেন তামিম, সাকিব।  ছুটি শেষে দুজনই স্কোয়াডে যোগ দিয়েছেন।

তবে আজ ডাম্বুলায় পৌঁছেই অনুশীলন করছে না বাংলাদেশ। শুক্রবার সফরকারী দল দুপুর ২টায় অনুশীলনে নামবে।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডাম্বুলার রাঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর ফের কলম্বোতে ফিরে আসবে মাশরাফিরা। সেখানে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে হবে কলম্বোর এসএসসি মাঠে।  এছাড়া টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচও হবে কলম্বোতে। ম্যাচ দুটি হবে ২ ও ৬ এপ্রিল।

/আরআই/এফআইআর/