আফ্রিদিকে টপকে ডাম্বুলার ‘রাজা’ তামিম

তামিম-১ডাম্বুলার ‘রাজা’ এখন তামিম ইকবাল। এই মাঠে ওয়ানডের সর্বোচ্চ রানের ইনিংসটি যে এখন তার। শ্রীলঙ্কান বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ১২৭ রানে আউট হন তিনি, আর তাতেই ডাম্বুলার রঙ্গিরি মাঠে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়ে যান এই ওপেনার।

২০১০ সালের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলে আফ্রিদি করেছিলেন ১২৪ রান। ৬০ বলে ১৭ চার ও ৪ ছক্কায় সাজানো পাকিস্তানি অলরাউন্ডারের ইনিংসটি এত দিন ছিল এই মাঠের সর্বোচ্চ রানের ইনিংস। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে আফ্রিদির ওই ১২৪ রানকে টপকে ডাম্বুলায় সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তামিম। শুধু তাই নয়, বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর গড়তে তামিমের এই বিধ্বংসী ইনিংস কার্যকরী ভূমিকা রেখেছে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৬৫। শনিবার এই স্কোর খুব সহজেই টপকাতে পারে টাইগাররা।

ডাম্বুলাতে আফ্রিদি-তামিম ছাড়া সেঞ্চুরি আছে আরও আটটি। তবে পাকিস্তানের আফ্রিদির সেঞ্চুরি রয়েছে দুটি। মাহেলা জয়াবর্ধনে (১২৩), বীরেন্দর শেবাগ (১১০), তিলকারত্নে দিলশান (১১০), শহীদ আফ্রিদি (১২৪ ও ১০৯), সনাৎ জয়াসুরিয়া (১০৭), রাহুল দ্রাবিড় (১০৪), মোহাম্মদ হাফিজ (১০৩) ও দিনেশ চান্ডিমাল (১০২)।

তামিম শনিবার নবম ব্যাটসম্যান হিসেবে ডাম্বুলাতে নিজের দশম সেঞ্চুরি পূর্ণ করেছেন। আউট হওয়ার আগে ১৪২ বলে ১৫ চার ও এক ছক্কায় খেলেন ১২৭ রানের ইনিংস।

/আরআই/কেআর/