লিওনের স্পিনে শেষ সেশনে অস্ট্রেলিয়ার লড়াই

শেষ সেশনে দারুণ স্পেল করলেন লিওনপ্রথম ইনিংসে মাত্র ৩০০ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে সেটাকে বেশ পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় দিন শেষ সেশনে নাথান লিওনের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে লড়াই করেছে অস্ট্রেলিয়ানরা।
আগের দিন এক ওভার খেলে স্কোরবোর্ডে কোনও রান যোগ করতে পারেনি ভারত। রবিবার নেমে রানের খাতা খোলে তারা। প্রথম দুই সেশনে মাত্র দুই উইকেট হারিয়ে দিনটা নিজেদের করে নিতে চেয়েছিল স্বাগতিকরা।

কিন্তু শেষ বিকালে লিওনের স্পিন জাদু ভারতকে ভোগায়। ২ উইকেটে ১৫৩ রানে চা বিরতিতে যাওয়া দলটি দিন শেষ করেছে ৬ উইকেটে ২৪৮ রানে। লিওন একাই শেষ সেশনের চার উইকেট তুলে নেন। ভারতের প্রথম ইনিংসের দ্বিতীয় শীর্ষ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে (৫৭) তিনি ক্যাচ বানান পিটার্স হ্যান্ডসকম্বের।

এর পর করুন নায়ার, ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে ও রবিচন্দ্রন অশ্বিনকে সাজঘরে পাঠিয়ে দলে স্বস্তি ফেরান লিওন। ২৮ ওভারে ৬৭ রান দিয়ে এ উইকেটগুলো নেন এ স্পিনার।

ভারতের পক্ষে দিনের সেরা ইনিংসটি খেলেন লোকেশ রাহুল (৬০)। রাহানের ব্যাটে আসে ৪৬ রান। অশ্বিন ৩০ রানে আউট হলে ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাজেদা অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

/এফএইচএম/