ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ মোহাম্মদ ইরফান

mohammad-irfanস্পট ফিক্সিংয়ের অভিযোগে সাময়িক নিষিদ্ধ হয়েছেন আগেই। এবার মোহাম্মদ ইরফানের নিষেধাজ্ঞা স্থায়ী হলো। পাকিস্তানি এই পেসারকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার ওপর কড়া নজর রেখেছিল পিসিবি’র অ্যান্টি-করাপশন ইউনিট (আকসু)। তাদের সন্দেহের ভিত্তিতে পরে বোর্ড ইরফানকে সাময়িক নিষিদ্ধ করে। পরবর্তীতে তদন্ত শেষে এখন ক্রিকেট থেকে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পিসিবি। ইরফানের বিরুদ্ধে অভিযোগ ছিল, পিএসএল চলাকালে তিনি পিসিবির অ্যান্টি-করাপশনের দুটি কোড ভেঙেছেন। আত্মপক্ষ সমর্থন করে যুক্তি উপস্থাপন করলেও ইরফান বাঁচাতে পারেননি নিজেকে। এক বছরের জন্য তাকে থাকতে হবে ক্রিকেটের বাইরে। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, এই সময়কালে দীর্ঘদেহী এই পেসার খেলতে পারবেন না ঘরোয়া ক্রিকেটেও।

এক বছরের নিষেধাজ্ঞা অবশ্য ছয় মাসেও শেষ হয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে ইরফানকে পূরণ করতে হবে দুটি শর্ত। এক-পিসিবি’র দুর্নীতি বিরোধী অভিযানে চলমান তদন্তে সাহায্য করতে হবে। দুই-শাস্তি থাকাকালীন দুর্নীতির কোড ভাঙে, এমন কিছু করতে পারবেন না ইরফান।

৭ ফুট ১ ইঞ্চি শরীরের এই পেসার পাকিস্তানের হয়ে খেলা ৪ টেস্ট উইকেট নিয়েছেন ১০টি। আর ৬০ ওয়ানডেতে তার শিকার ৮৩ উইকেট। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ইরফান ২০টি-টোয়েন্টিতে পেয়েছেন ১৫ উইকেট। চোটের কারণে মাঝে বেশ কয়েকটি ম্যাচ মিস করা বাঁহাতি এই পেসার পাকিস্তানের জার্সিতে শেষবার নেমেছিলেন গত বছরের সেপেম্বরে। ক্রিকইনফো

/কেআর/