‘মাশরাফির চেয়ে দেশ বড়’

mashrafe-mortaza-2টস জেতার পরপরই মাশরাফির ঘোষণা, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই অবসরে যাবেন তিনি। আচমকা এই ঘোষণায় তো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা হতবাক! তার এই শেষের শুরুর প্রথম ম্যাচে দল হারলেও মাশরাফির পারফর‌ম্যান্স ছিল অসাধারণ।

কলম্বোর প্রথম টি-টোয়েন্টির পর সংবাদ সম্মেলনের শেষ দিকে মাশরাফির কাছে জানতে চাওয়া হয়েছিল, শেষ সিরিজটা কিভাবে রাঙিয়ে নেওয়ার পরিকল্পনা তার। প্রশ্নটা শুনে হাসলেন মাশরাফি, তারপর উত্তরটা দিলেন এভাবে, ‘সত্যি কথা বলতে আমি বাংলাদেশের জন্য খেলছি। একটা ম্যাচ জিতলে সেটা বাংলাদেশের জয় হবে। সেখানে মাশরাফির চেয়ে দেশ অনেক বড়। আমার কাছে মনে হয়, এই ম্যাচ হেরেছি মানে বাংলাদেশ হেরেছে, এর চেয়ে বড় কিছু আর নেই।’

মাশরাফির অবসর নেওয়ার পেছনে কোচ হাথুরুসিংহে ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ‘ক্ষমতার প্রয়োগ’ আছে বলে গুঞ্জন রয়েছে। এও গুঞ্জন আছে, মাশরাফি তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সব সময় প্রতিবাদী হওয়ার চেষ্টা করেন। সর্বশেষ মাহমুদউল্লাহকে ওয়ানডে সিরিজে অন্তর্ভুক্তি নিয়েও নানা কথা-বার্তা চাউর হয়েছিল। মাশরাফি অবশ্য এসব কিছু স্বীকার করলেন না। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, ‘একটাই চিন্তা ছিল যে, ছেড়ে দেব। হয়তো আচমকা সিদ্ধান্ত নিয়েছি ছেড়ে দেব। এর পেছনে অত বিরাট কিছু আমি চিন্তা করিনি। যদি বলেন কেন চিন্তা করিনি, তাহলে বলব শুধু মনে হয়েছে, আমি আর টি-টোয়েন্টি খেলতে চাই না।’

বোর্ড থেকে কোনও রকম চাপ ছিল কিনা, জানতে চাইলে কূটনৈতিক উত্তর দিলেন সীমিত ওভারের অধিনায়ক, ‘আসলে তেমন কিছুই না। আমাদের দলটা ভালো করছে। আমরা সব ফরম্যাটেই একটু একটু করে উন্নতি করেছি। হয়তো ওয়ানডেতে একটু বেশি করেছি। আমার কাছে মনে হয়, এই সময় বিতর্ক না তৈরি করে আমাদের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করা উচিত। আমাদের ক্রিকেট এগিয়ে যাক। আমার কাছে মনে হয় না এই সব নিয়ে আলোচনা করার কিছু আছে।’

/আরআই/কেআর/