অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না সাকিব

shakib-22শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক থেমে গেছেন। যদিও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন অধিনায়ক মাশরাফি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও টি-টোয়েন্টিতে তার উত্তরসূরি হিসেবে সাকিবের নামই শোনা যাচ্ছে। বিসিবি প্রধান নাজমুল হাসান এই সংস্করণে সাকিবকেই এগিয়ে রেখেছেন।

সাকিব অবশ্য বিষয়টি নিয়ে একদমই ভাবছেন না। তার নজর এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। নিজেই সেই কথা জানিয়েছেন ম্যাচশেষে সংবাদ সম্মেলনে, ‘এখনও আমি জানি না (অধিনায়কত্বের বিষয়টি)। গুরুত্বপূর্ণ হচ্ছে দলের সঙ্গে থাকা এবং অবদান রাখা। চেষ্টা করা যে দলের জন্য কতটা ভালো করা যায়। আমি এখন আইপিএল নিয়েই ভাবছি।’

তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশের পরের টি-টোয়েন্টি অনেক দূরে। তাই এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই।’

এই জয়টা ‘অধিনায়ক’ সাকিবকে কতটা উজ্জীবিত করবে, এমন প্রশ্নে উত্তরটা দিলেন এভাবে, ‘যদি অধিনায়ক হই, তাহলে উজ্জীবিত তো করবেই। অবশ্য এমনিতেও উজ্জীবিত করবে। আমাদের দলটা অনেক ভালো, প্রতিযোগিতাও অনেক বেশি। আজকের পারফরম্যান্স দেখে খেলোয়াড়রা নিজেদের মূল্যায়ন করতে পারবে। অধিনায়ক হলে ভবিষ্যতে আমার জন্য এটা সাহায্য করবে।’

/আরআই/কেআর/