X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

যত বেশি অলরাউন্ডার খেলবে, দলের জন্য ভালো: সাইফউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৫, ১৪:০২আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৪:০২

১৩ মাস পর জাতীয় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কায় চলছে ওয়ানডে সিরিজ। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের দলেই সাইফউদ্দিনের সুযোগ মিলেছে। শ্রীলঙ্কায় রওনা দেওয়ার আগে জাতীয় দলে জায়গা পাকা করার ইচ্ছার কথা জানিয়ে দেশ ছেড়েছেন তিনি।

গত বছর ফরচুন বরিশালের জার্সিতে পারফর্ম করে মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন সাইফউদ্দিন। জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নিলেও বিশ্বকাপের জন্য তাকে বিবেচনা করা হয়নি। সুযোগ হয় পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবের। এবার অবশ্য সাইফউদ্দিনকে ফেরানো হয়েছে। দেশ ছাড়ার আগে সাইফউদ্দিন গণমাধ্যমকে বলে গেছেন, ‘প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিল আপনারা জানেন। ১৩ মাস পর জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গা পাওয়াটা অনেক কঠিন। সেই চেষ্টাই থাকবে। যেহেতু কয়েকটি ক্যাম্প করেছি মিরপুর এবং চট্টগ্রামে। চেষ্টা করেছি ভালো করার। সুযোগ অবশ্যই ক্রিকেটারদের জন্য কাজে আসে।’

সেরাটা দিতে সব রকম প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন তিনি, ‘ক্যাম্পে বা প্রস্তুতি ম্যাচে আমিও চেষ্টা করেছি সেরাটা দেওয়ার, জানি না কতটা পেরেছি। হয়ত নির্বাচকরা সন্তুষ্ট হয়েছেন। আমার যেগুলো আগে ছিল, সেসব নিয়ে কাজ করেছি। ইয়র্কার, ভ্যারিয়েশন, লাইন লেংথ- এগুলো। বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, তার সঙ্গে কথা বলেছি। সবমিলিয়ে চেষ্টা করেছি, দেখা যাক কী হয়।’

সাইফউদ্দিনের মতে দলে বেশি অলরাউন্ডার থাকলে দলেরই লাভ, ‘তানজিম সাকিবের গত ম্যাচের ব্যাটিং দেখেন, তার ছোট একটি ক্যামিও বাংলাদেশ দলের কাজে লেগেছে। আপনি যদি দেখেন ইংল্যান্ড দলে ২-৩ জন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে, তত দলের জন্য ভালো, দেশের জন্য ভালো।’

সাইফউদ্দিন আরও যোগ করে বলেছেন, ‘আমি অবশ্যই চেষ্টা করবো ভালো করার সেটা ব্যাটিং কিংবা বোলিং। আরও যারা পেস বোলিং অলরাউন্ডার আছে ওরা ব্যাটিংয়ে ভালো করতে পারে। এটা দলের জন্য ভালো হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের ওপর রাজত্ব করে মাসসেরার লড়াইয়ে নিসাঙ্কা
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন শানাকা
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
সর্বশেষ খবর
‘উপজেলা পর্যায়ে নিম্ন আদালত ও জরুরি আইন সংস্কারে বিএনপির আপত্তি নেই’
‘উপজেলা পর্যায়ে নিম্ন আদালত ও জরুরি আইন সংস্কারে বিএনপির আপত্তি নেই’
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
নেতৃত্বের প্রতি অনুগত থেকে পিজিআর সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির
নেতৃত্বের প্রতি অনুগত থেকে পিজিআর সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির
‘জুলাই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’
‘জুলাই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’
সর্বাধিক পঠিত
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ