‘কোনও বিতর্ক না হওয়াই ভালো’

সাকিব আল হাসানটি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মতুর্জা। তার হঠাৎ অবসরের সিদ্ধান্তে নানা গুঞ্জনের সঙ্গে জন্ম দিয়েছে বিতর্কেরও। মাশরাফির উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা সাকিব অবশ্য ক্রিকেটের  স্বার্থে চান না কোনও বিতর্ক।  

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি জিতে সিরিজ শেষ করেছে ১-১ সমতায়। এই সিরিজের শুরুতে অবসরের ঘোষণা দেন মাশরাফি। তার অবসরের সিদ্ধান্তের আগেই অবশ্য এই সফরে জন্ম নেয় বেশ কিছু বিতর্ক। মুশফিকুর রহিমকে উইকেটের পেছন থেকে ছেঁটে ফেলা এবং শততম টেস্টের আগে মাহমুদউল্লাহকে বাদ দিয়ে বড় চমক তৈরি করে টিম ম্যানেজমেন্ট। তারপর নানা ঘটনার পর ওয়ানডে ও টি-টোয়েন্টির স্কোয়াডে ফেরেন মাহমুদউল্লাহ।

তবে সবকিছু ছাপিয়ে যায় মাশরাফির হুট করে দেওয়া অবসরের ঘোষণা। বোর্ড থেকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে তার ওপর চাপ ছিল বলে গুঞ্জন আছে। মাশরাফি অবশ্য কেবল অধিনায়কত্ব নয়, টি-টোয়েন্টি থেকেই নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে বেশ ভালোই বিতর্কের সৃষ্টি হলেও দলের উন্নয়নে সবকিছু ভুলে যাওয়ার আহ্বান সাকিবের, ‘কোনও বিতর্ক না হওয়াই ভালো। আমরা সবাই দেশের ক্রিকেটের ভালো চাই। চাই বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক। জয় দিয়ে শেষ করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এটা ধরে রেখে আমরা সামনের দিকে এগোতে চাই।’

ম্যাচ জিতে সাকিব বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আমরা প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে বেশি স্বাধীনভাবে খেলেছি। যেটা আমার কাছে মনে হয় অনেক বেশি ইতিবাচক দিক। টি-টোয়েন্টিতে ভালো ফল পেতে গেলে এভাবেই খেলতে হবে।’

ওয়ানডেতে শেষ ম্যাচ হারলেও বাংলাদেশ ভালো খেলেছে বলে মনে করছেন আইপিএল খেলতে শুক্রবার ভারতে উড়ে যাওয়া সাকিব, ‘ওয়ানডে যেহেতু আমরা অনেকদিন ধরে খেলছি, বেশ কিছুদিন ধরেই ভালো করছিলাম, সেটার একটা ধারাবাহিকতা ছিল এখানেও। যদিও আমরা তৃতীয় ওয়ানডেতে ভালো করতে পারিনি। একটু ভালো ব্যাটিং করতে পারলে ওটারও ফল হতো।’

এই সিরিজ বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস সাকিবের। বিশেষ করে টেস্ট ও টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাস বেড়েছে খেলোয়াড়দের। এই বিষয়টাকে উল্লেখ করে সাকিব বলেছেন, ‘সবকিছু মিলিয়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে সবার আত্মবিশ্বাস বেড়েছে, ওখানে একটা জায়গায় আমরা আসতে পেরেছি। দেশের বাইরে এসে এমন সাফল্য আামদের ক্রিকেটে এর আগে হয়নি।’

/আরআই/কেআর/