ইংল্যান্ডে জ্বলে ওঠার প্রত্যাশা রুবেলের

ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ৬ উইকেট নেওয়ার পর রুবেল২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের কথা মনে আছে? ৪৯তম ওভারের প্রথম ও তৃতীয় বলে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসিয়েছিলেন রুবেল হোসেন। ওই ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল টাইগাররা। ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতেও দেশকে সাফল্য উপহার দেওয়ার লক্ষ্য এই ডানহাতি পেসারের।

শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে দলে থাকলেও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি রুবেল। চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেয়ে নির্বাচকদের প্রতি তিনি কৃতজ্ঞ। শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান-প্রাইম ব্যাংক ম্যাচ শেষে সাংবাদিকদের এই অভিজ্ঞ পেসার বলেন, ‘নির্বাচকরা ভেবে-চিন্তেই আমাকে সুযোগ দিয়েছেন। আমি তাদের আস্থার প্রতিদান দিতে চাই।’

ইংল্যান্ডে ভালো করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডে বিশ্বকাপের সুখস্মৃতি ফিরিয়ে আনতে চাই। চেষ্টা করব দলের জন্য ভালো কিছু করার। ওখানকার কন্ডিশন কাজে লাগিয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

চ্যাম্পিয়নস ট্রফির দল ‘ভারসাম্যপূর্ণ’ হয়েছে বলে মনে করেন রুবেল, ‘অবশ্যই দল খুব ভালো হয়েছে। আমরা যদি মাঠে নিজেদের খেলাটা ঠিকভাবে খেলতে পারি, তাহলে ভালো কিছু করতে পারব।’

এবারের প্রিমিয়ার লিগে ভালোই খেলছেন রুবেল। তিন ম্যাচ খেলে তার শিকার ৯ উইকেট। ইংল্যান্ডে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে তাকে।

/আরআই/এএআর/