বৃষ্টির দিনে আমিরের ৫ উইকেট

বৃষ্টির দিনে আমিরের ৫ উইকেটনিষেধাজ্ঞা কাটিয়ে নিজের জাতটা ঠিকই চেনাচ্ছেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমির। ২০১০ সালের পর টেস্ট খেলতে নেমে শিকার করেছেন ৫ উইকেট। কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়টা দিনটা ছিল বৃষ্টির! মাত্র ১১.৩ ওভারই খেলা হয়েছে এদিন।

ফলে প্রথম দিন টিকে থাকা জেসন হোল্ডার আর গ্যাব্রিয়েলের দশম উইকেট জুটি এখনও ৩০০ রানের আশা বাঁচিয়ে রেখেছে স্বাগতিকদের। দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৯ উইকেটে ২৭৮ রান। অধিনায়ক হোল্ডার ৫৫ রানে ব্যাট করছেন। সঙ্গে ৪ রানে ক্রিজে আছেন শ্যানন গ্যাব্রিয়েল।

এদিন অবশ্য বিশু আগেভাগে বিদায় না নিলে আরও স্বস্তিতে থাকতে পারতো ক্যারিবীয়রা। কিন্তু আমিরের বলে সেই স্থিরতা ধরে রাখতে পারেননি। ২৮ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলে অষ্টম উইকেটে ভাঙে ৭৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। এরপরেই আলজারি জোসেফকে সাজঘরে ফেরালে নামে বৃষ্টি।

লন্ডনে ২০১০ সালের লর্ডস টেস্টের পর ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন আমির। ২ উইকেট নিয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ।

/এফআইআর/