মাশরাফিকে নিয়ে মানবপ্রাচীর

মাশরাফিকে নিয়ে মানবপ্রাচীরসব কিছুর যেমন শুরু আছে, তেমনি শেষও আছে। ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, একজন ক্রিকেটারকেও একদিন ব্যাট-প্যাড-বল তুলে রাখতেই হয়। যেই নিয়ম মেনে মাশরাফিও বিদায় নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। শ্রীলঙ্কা সফরে প্রথম টি-টোয়েন্টি শুরু হওয়ার ঠিক আগে- টসের সময় হুট করে ঘোষণা দেন অবসরের। এরপর থেকেই স্তব্ধ, বিমূঢ় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।

এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বহু ক্রিকেটপ্রেমী। তাই প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন অনেকে। যার রেশ পাওয়া যায় ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহীতে। ভক্তরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান ব্যানার হাতে। তাদের দাবি, ‘নড়াইল এক্সপ্রেস’কে দেশের মাটিতেই বিদায় নিতে হবে টি-টোয়েন্টি থেকে। আর ক্রিকেট বোর্ডকেও সন্মানের সঙ্গে বিদায় জানাতে হবে দেশের সফলতম অধিনায়ককে।

এই মাশরাফি, নামের সঙ্গে ভালোবাসা, আবেগ, অনুপ্রেরণা সব মিলেমিশে একাকার। তিনি একাই যেন বাংলাদেশ ক্রিকেটের দিনবদলের নায়ক!

সেই নায়কের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের নিদর্শন স্বরূপ ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক(ইউএপি) এর ফার্মগেট ক্যাম্পাসে মানবপ্রাচীর তৈরি করেছে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এই বিভাগের ছাত্র সামিউল ইসলাম জীম এমন একটি উদ্যোগ প্রসঙ্গে বলেছেন, ‘দলের মধ্যে যেমন সবার প্রিয় মাশরাফি, তেমনি ভক্তদের হৃদয়ের মধ্যমণিও মাশরাফি। আমাদের তরুণদের আদর্শ তিনি। আমরা গর্বিত তার মতো একজন মানুষ পেয়ে।’

/আরআই/এফআইআর/