চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজ গুরুত্বপূর্ণ

মাশরাফিইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করে বাংলাদেশ দল আয়ারল্যান্ডে যাবে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক আইরিশদের সঙ্গে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১২ মে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে কিউইদের বিপক্ষে ২৪ মে শেষ ম্যাচ খেলবে টাইগাররা। চ্যাম্পিয়নস ট্রফির আগে এই সিরিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার লক্ষ্যেই আসলে প্রস্তুতি ক্যাম্প ও ত্রিদেশীয় সিরিজ খেলা। দুটোর গুরুত্ব খুব ভালো করেই বুঝতে পারছেন মাশরাফি, ‘অবশ্যই জেতার লক্ষ্য থাকবে। কেননা এখানে অনেক হিসাব-নিকাশ রয়েছে। আয়ারল্যান্ডে ভালো করতে পারলে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো কিছুর সুযোগ তৈরি হবে। না হলে, চাপ বেড়ে যাবে। সবকিছু মিলিয়ে মানসিক প্রস্তুতিটা ভালো হলে সব সহজ হয়ে যাবে।’

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ফেভারিট কিনা, এমন প্রশ্নে মাশরাফির উত্তর, ‘এখানে তো ফাইনাল নেই, ফেভারিটের প্রশ্ন আসছে না। চারটা ম্যাচ খেলব, ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। র‌্যাংকিংয়ের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ।’

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে। ৫০ ওভার ক্রিকেটের বিশ্বকাপে পেস আক্রমণে বাংলাদেশ ছিল দুর্দান্ত। আয়ারল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মিল আছে যার। দল সাজানো হয়েছে তাই পেস বোলারদের নিয়ে; মাশরাফি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ সঙ্গে আছেন রুবেল হোসেন ও শফিউল ইসলাম। সবকিছু মিলিয়ে মাশরাফি মনে করছেন তার বোলিং আক্রমণ বেশ সমৃদ্ধ, ‘বোলিং কম্বিনেশন ঠিক কেমন হবে, সেটা ওখানে গিয়ে বলা সহজ হবে। দলে পাঁচ পেসার রয়েছেন। সাকিব আছে, মিরাজ আছে, রিয়াদও এখন দারুণ বোলিং করা শুরু করেছে। সব সময় সৌম্য ভালো বোলিং করছে। দলের মূল বোলার সবাই ভালো করছে। সবমিলিয়ে আমি দারুণ আশাবাদী পেস এবং স্পিন আক্রমণ নিয়ে।’

/আরআই/কেআর/