কলাবাগানের বিপক্ষে দোলেশ্বরের শ্বাসরুদ্ধকর জয়

উইকেট নেওয়ার পর শরিফউল্লাহর উদযাপনজয়ের জন্য কলাবাগান ক্রীড়াচক্রের লক্ষ্য ছিল ২০৩ রান। তাদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০২ রান করেছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। টার্গেটের পথে ভালোভাবে ছুটছিল কলাবাগান। কিন্তু শেষ ১০ ওভারে বিপর্যয়ের মুখোমুখি হলো তারা। ৪ বল বাকি থাকতে তাদের ২০১ রানে গুটিয়ে দিয়ে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে দোলেশ্বর।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় কলাবাগান। দোলেশ্বরের ব্যাটসম্যানদের শুরু থেকে নিয়ন্ত্রণে রাখতে সফল হয় তাদের বোলাররা। শাহরিয়ার নাফীস সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া ত্রিশের ঘরে রান করেছেন কেবল জাকের আলী (৩৮*) ও মার্শাল আইয়ুব (৩১)।

শেষদিকে সানজিত সাহা তার ২ ওভারে ৩ উইকেট নিয়ে দোলেশ্বরকে ২০২ রানে বেধে দেন। ডানহাতি এ অফস্পিনার ৯ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন। অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও কম খরুচে ছিলেন, ১০ ওভারে ২ উইকেট নিয়ে দিয়েছেন ৩৪ রান।

লক্ষ্যে নেমে তাসামুল হক কলাবাগানকে দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখাতে থাকেন। কিন্তু ৪১তম ওভারে তিনি ইনিংস সেরা ৮৯ রানে আউট হতেই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। মাত্র ৪ উইকেটে ১৬২ রান করা দলটি ৪৯.২ ওভারে গুটিয়ে যায়।

কলাবাগানের জয়ের স্বপ্নভঙ্গের সূচনা করেন আরাফাত সানি। ৪১তম ওভারে টানা ২টি উইকেট নেন দোলেশ্বরের এ স্পিনার। এর পর শরিফউল্লাহ ও ফরহাদ রেজা তাদের টানা দুই ওভারে ২টি করে উইকেট নিয়ে দোলেশ্বরের জয়ে অবদান রাখেন। শেষ ওভারে ১ উইকেটে মাত্র ৪ রান দরকার ছিল কলাবাগানের। কিন্তু দ্বিতীয় বলে নাহিদ হাসান রান আউট হন আবদুল মাজিদের থ্রোতে।

আশরাফুল ২১ বল খেলে মাত্র ৭ রান করে ফরহাদের প্রথম শিকার হন।

ফরহাদ ও ম্যাচসেরা শরিফউল্লাহ ৩টি করে উইকেট নেন। আর ২টি পান আরাফাত।

পঞ্চম রাউন্ড শেষে দোলেশ্বর ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠেছে। আর কলাবাগান সমান খেলে ২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে।

/এফএইচএম/