চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার বোলিং পরামর্শক ডোনাল্ড

অ্যালান ডোনাল্ডইংলিশ কাউন্টির দল কেন্টে সহকারী কোচ হিসেবে যোগ দেওয়ার কথা ছিল অ্যালান ডোনাল্ডের। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাবেক পেসারের গন্তব্য হলো শ্রীলঙ্কায়। জুনের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে ডোনাল্ডকে বোলিং পরামর্শক নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
রবিবার দেশটির ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে ডোনাল্ডের নিয়োগ। তবে স্থায়ী নয়, সাময়িকভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুই মাসের জন্য তাকে ছেড়ে দিয়েছে কেন্ট।

আগামী ৯ থেকে ১৬ মে ফাস্ট বোলিং কোচ হিসেবে পাল্লেকেল্লে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার আবাসিক ক্যাম্পে যোগ দেবেন ডোনাল্ড।

ব্লমফন্টেইনে জন্ম নেওয়া ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার হয়ে ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একদিনের ক্রিকেটে ২৭২ উইকেট নেন। তবে তার  কোচিং ক্যারিয়ার খুব বেশিদিনের নয়। ২০০৭ সালে ইংল্যান্ডে পরামর্শক ছিলেন। এর পর গ্যারি কারস্টেনের সহকারী হয়ে প্রোটিয়াদের সঙ্গে কাজ করেছেন। ২০০৮ সালে সাবেক ইংলিশ স্পিনার অ্যাশলে জাইলসের সঙ্গে ওয়ারউইকশায়ারের দায়িত্বে ছিলেন। সূত্র- হিন্দুস্তান টাইমস

/এফএইচএম/