রানের খাতা না খুলেই মোস্তাফিজের শিকার আয়ারল্যান্ড

১০টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারে রুবেল হোসেন করেন মেডেন। আর পরের ওভারে মোস্তাফিজুর রহমানের বলে উইকেট হারায় আয়ারল্যান্ড। তাদের কোনও রান না দিয়ে উইকেট তুলে নেন বাঁহাতি পেসার। ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে রানের খাতা খুলতে পারেনি আইরিশরা।

আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটিতে ক্রিজে নেমেছিলেন পল স্টারলিং ও এড জয়েস। রুবেলের গতির কাছে সতর্ক হয়ে ৬ বল পার করেন জয়েস। দ্বিতীয় ওভারে প্রথম দুটি বল সামাল দিলেও তৃতীয় বলে মোস্তাফিজের স্লোয়ারে সাব্বির রহমানকে ক্যাচ দেন স্টারলিং। 


বৃষ্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিং ব্যর্থতায় হেরেছে তারা। সিরিজে টিকে থাকার লড়াইয়ে এবার মাশরাফিদের সামনে আবারও আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ম্যালাহাইডে ফের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। 

এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো সানজামুল ইসলামের। মেহেদী হাসান মিরাজের বদলে জায়গা পেয়েছেন তিনি। বাংলাদেশ দলে আর কোনও পরিবর্তন নেই। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর এ ম্যাচেই প্রথমবার জাতীয় দল থেকে বাদ পড়তে হলো টেস্ট দলে দুরন্ত অভিষেক হওয়া মিরাজকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

/এফএইচএম/