বিপিএলে সিলেটের দায়িত্ব নিচ্ছেন অর্থমন্ত্রী

BPL-Logoবিপিএলের তৃতীয় আসরে খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করতে পারে নি সিলেট সুপারস্টার্স। আরও কিছু শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল দলটির বিরুদ্ধে। তাই ‘শাস্তি’ হিসেবে চতুর্থ আসরে সিলেটকে বাইরে রাখা হয়েছিল। তবে আগামী নভেম্বরে বিপিএলের পঞ্চম আসরে আবার দেখা যাবে সিলেটকে। এবার দলটির দায়িত্ব নিচ্ছেন স্বয়ং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল নিশ্চিত করেছেন বিষয়টি। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘গত আসরে সিলেটকে কারও হাতে দেওয়া হয় নি। আমাদের ইচ্ছে ছিল ভালো কোনও ব্যক্তিকে পরিচালনার দায়িত্ব দেওয়ার। এবার অর্থমন্ত্রী সিলেটের দায়িত্ব নিজে নিয়েছেন। আশা করি, মানসম্পন্ন দল হিসেবে সিলেট বিপিএলে অংশ নেবে।’
এবার বিপিএলের নতুন ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। এ প্রসঙ্গে শেখ সোহেলের মন্তব্য, ‘ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি এবারই প্রথম সিলেটে খেলা হবে।’
পঞ্চম আসরে চমকজাগানো সূচনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবির একটি সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইতে পারেন ভারতের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল।

শেখ সোহেল অবশ্য এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেন নি। তিনি শুধু বলেছেন, ‘এবার চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রী নয়, সঙ্গীতশিল্পীদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করতে চাই। আমাদের সবশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী, শাহরুখ খান কিংবা আলিয়া ভাটকে বিবেচনায় রাখা হয় নি। কারণ তারা যেমন অনেক টাকা নেন, তেমনি তাদের শিডিউল পাওয়াও কঠিন।’

/আরআই/এএআর/