রেলিগেশন লিগ থেকে কলাবাগানের রক্ষা

উচ্ছ্বসিত কলবাগানের খেলোয়াড়রাবাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কলাবাগান ক্রীড়াচক্র ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। রেলিগেশন লিগ ঠেকাতে জয় ভিন্ন কোনও পথ খোলা ছিল না দুই দলের জন্য। শেষ পর্যন্ত খেলাঘরকে ৫ উইকেটে হারিয়ে রেলিগেশন লিগ থেকে নিজেদের বাঁচিয়ে নিলে কলাবাগান।

চলতি মৌসুমে প্রথম বিভাগ থেকে উঠে আসা খেলাঘরকে রেলিগেশন এড়াতে খেলতে হবে রেলিগেশন লিগ। রেলিগেশন লিগের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে পারটেক্স স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ১১ ম্যাচে মাত্র এক জয়ে এ দুই দল পয়েন্ট সংগ্রহ করেছে মাত্র দুটি।

রবিবার গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিং করা খেলাঘর নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেছেন রাফসান আল মাহমুদ। এছাড়া আরিফুজ্জামান সাগর ৪৬ ও সালাউদ্দিন পাপ্পুর ব্যাট থেকে এসেছে ২২ রানের ইনিংস।

কলাবাগানের বোলারদের মধ্যে সাদ নাসিম তিনটি এবং নাসুম আহমেদ দুটি উইকেট নিয়েছেন।

২০৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কলাবাগান ১৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। জসিমউদ্দিনের ৮৯ রানের পর মোহাম্মদ আশরাফুলও খেলেছেন ৫৬ রানের ইনিংস।

খেলাঘরের হয়ে রণদীপ ৩১ রানে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নিয়েছেন।

/আরআই/এফএইচএম/