ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থাকতে চান ল্যাথাম

TomLatham-APত্রিদেশীয় সিরিজ ইতোমধ্যেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। যদিও আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে কিউইরা। ক্লোনটার্ফে অনুষ্ঠেয় এই ম্যাচেও নিজেদের অপরাজিত রাখতে চান ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। প্রতি ম্যাচে উন্নতি ধরে রাখতে এই তারকা নিজেদের আত্মবিশ্বাস তুলে ধরলেন এভাবেই, ‘আমরা প্রতি ম্যাচেই উন্নতি করতে চাই। যা আগেও করে দেখিয়েছি।’

শুধু উন্নতিই নয়, বর্তমানে স্কোয়াডে থাকা ক্রিকেটারদেরকেও নির্বাচকদের নজরে আনার কথা বলেছেন ল্যাথাম।  আইপিএলের কারণে তাদের বেশ কিছু তারকাই নেই ত্রিদেশীয় সিরিজে। এরপরেও সিরিজে দুর্দান্ত খেলছে নিউজিল্যান্ড। আর সেই স্কোয়াডে থাকা তারকাদের নিয়ে আলাদা করে ভাবার কথা বললেন ল্যাথাম, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচটাতেও উন্নতি ধরে রাখতে চাই। যাতে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আমাদের নির্বাচকরা দল নিয়ে আলাদাভাবে কাজ করতে পারেন।’

ইতোমধ্যেই আইপিএল থেকে ফিরে দলে যোগ দিয়েছেন ম্যাট হেনরি ও কোরে অ্যান্ডারসন। রবিবারের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন দুজনেই। যেখানে বল হাতে সফল ছিলেন হেনরি। ৩৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এই ম্যাচেই কিউইদের ৩৪৪ রানের জবাবে আইরিশরা গুটিয়ে যায় ৩৪৪ রানে। তাই আইপিএল থেকে অভিজ্ঞদের ফিরে পাওয়াতে তৃপ্তি ঝরেছে ল্যাথামের কণ্ঠে। যাদের অভিজ্ঞতা ব্যবহার করতে চান পরের ম্যাচেও, ‘আসলেই ভালো লাগছে অভিজ্ঞরা আইপিএল থেকে ফিরে এসেছে। আশা করছি পরের ম্যাচেও তাদের ফর্ম এমনই থাকবে।’

/এফআইআর/